ক্লায়েন্ট পোর্টাল থেকে কিভাবে ডোমেইন ট্রান্সফারের জন্য EPP কোড পাবেন
যারা লোকাল রিসেলারদের থেকে ডোমেইন সার্ভিস নিয়ে থাকেন তারা অনেকেই ডোমেইন ট্রান্সফারের জন্য EPP কোড খুঁজে পান না। সাধারণত এটা ডোমেইন ওভারভিউ অপশনেই দেয়া থাকে। তবে অনেক ক্ষেত্রে হাইড থাকতে পারে। সেক্ষেত্রে কিভাবে কোডটি পাবেন সেটাও দেখাব।

- প্রথমে, ক্লায়েন্ট পোর্টালে লগিন করুন।
- Domains > My Domains এ ক্লিক করুন। তাহলে নিচের ইমেজের মত একটি পেজ ওপেন হবে।

- এবার আপনি যে ডোমেইনের EPP কোড চান সেই ডোমেইনের পাশের সেটিংস আইকনে ক্লিক করুন।
- তাহলে নিচের ইমেজের মত একটা পেজ ওপেন হবে যার বাম পাশে কিছু অপশন থাকবে Manage এর আন্ডারে। এখান হতে Get EPP Code এ ক্লিক করলেই EPP কোড পাবেন। কিন্তু যদি Get EPP Code অপশনটি যদি Manage এর আন্ডারে না থাকে তাহলে URL টি এডিট করে কোডটি নিতে হবে। নিচের ইমেজে দেখুন action=domaindetails লেখা আছে।

- details লেখাটা মুছে getepp লিখে এন্টার দিতে হবে। নিচের ইমেজে খেয়াল করুন। তাহলে আপনি epp কোডটি পাবেন।

আর ডোমেইন ট্রান্সফারের আগে তো রেজিস্ট্রার লক থাকলে সেটি আনলক করে নিতে হয় সেটা তো জানেনই।
আর ডোমেইন ট্রান্সফার নিয়ে কোন প্রশ্ন থাকলে নিচের কমেন্টে লিখুন।