ব্লগে বা সাইটে বসান সোশ্যাল সাইটগুলোর শেয়ার বাটন ও লাইক বাটন
আপনি এখন নিজেই বসাতে পারবেন সোশ্যাল সাইটগুলোর শেয়ার বাটন ও লাইক বাটন। আপনার এজন্য কোন কোড জানতে হবে না। আপনি শুধু অপশন হতে কিছু অপশন সিলেক্ট করবেন, তাহলে কোড রেডি হয়ে যাবে। এবার কোড বসান আর কাজ করুন।
আপনি আপনাদের একটি সাইটের লিংক দিচ্ছি। এখানে ক্লিক করে সাইটটি ভিজিট করুন।
তারপর নিচের ছবির মত একটা পেজ আসবে। সেখান হতে Website এ ক্লিক করুন। তারপর NEXT এ ক্লিক করুন।

এবার নতুন ট্যাবে নেয়া হবে আপনাকে। সেখান হতে আপনি আপনার পছন্দ মত স্ট্যাইল সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করুন।

এবার নিচের স্ক্রীনশটটা দেখুন। সেরকম একটা অপশন আসবে। বাম পাশে Selected Services হলো যে যে বাটন গুলো আপনি দেখাতে চান সেগুলো। আপনি চাইলে ডান পাশ হতে Sharing Buttons বা Other Social Plugins ড্রাগ করে Selected Services এ ফেললেই এড হয়ে যাবে। আর Selected Services হতে আপনি চাইলে কোন সার্ভিস বাদ দিতে পারেন। এজন্য সেটার উপর মাউস পয়েন্টার রাখলেই ক্রস বাটন দেখতে পাবেন। সেটাতে ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে সে সার্ভিসটি। আর সবার উপরে প্রিভিউ উইন্ডোতো আছেই। আর চাইলে আপনি Selected Services এ ড্রাগ করে এরেঞ্জমেন্ট চেঞ্জ করতে পারবেন।

এবার আপনাকে একাউন্ট খুলতে বলবে। আপনি No thanks এ ক্লিক করলেই আর একাউন্ট খুলা লাগবে না। আপনি একাউন্ট চাইলে খুলে নিতে পারেন।

এবার নতুন পপআপ উইন্ডো আসলে Multi Post সিলেক্ট করুন। এটা সিলেক্ট করলে আপনার সাইটের ভিজিটরকে আপনার সাইট হতে সরিয়ে নিবে না। তারপর স্ক্রল করে নিচে নামলেই কোড পাবেন।

এবার দেখুন 11 নং মার্কিং করা অংশটা আপনি আপনার সাইটের <head></head> এর মাঝে বসাবেন। যারা ওয়ার্ডপ্রেস ইউস করেন তারা থিমের হেডার ফাইলে বসাবেন। আর নিচের কোডটটা বসাবেন যেখানে দেখাতে চান। যদি ওয়ার্ডপ্রেস ইউজাররা প্রতি পোস্টে বসাতে চান তাহলে single.php তে বসাবেন।

ব্যাস কাজ শেষ। যারা ওয়ার্ডপ্রেস ইউস করেন তারা স্ক্রীনশট ১ এ দেখে থাকবেন ওয়ার্ডপ্রেস অপশন আছে। ওটাতে ক্লিক করলে প্লাগিন ইন্সটলের সিস্টেম বলবে। বাট আমি এমন সিস্টেম আলোচনা করলাম যেটি দিয়ে আপনি যেকোন সিএমএস এ কাজ করতে পারবেন।
ধন্যবাদ।
ধন্যবাদ ফয়সাল ভাই।
আপনাকেও ধন্যবাদ।
খুব ভাল প্লাগিনের সন্ধান দিলেন ভাই ধন্যবাদ আপনাকে।
Nice Post. অনেক ধন্যবাদ বাই
অসাধারণ পোস্ট বাউ