রুবিক্স কিউবের স্ট্যান্ড বানানো একেবারেই সহজ একটি কাজ এবং এজন্য বেশী খরচ করতে হবে না। ভিডিও টিউটোরিয়ালে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এবং একটি পিএসডি ফাইলও দিয়ে দেয়া হয়েছে এই পোস্টের নিচে যেখানে আপনি ডাইমেনশান সহ কিউব স্ট্যান্ডের ডিজাইনের কাজ করতে পারবেন।
জীবনটা কতই মধুর, যদি পাশে থাকে কেউ। বৃষ্টির টুপুর টাপুর শব্দ, পরন্ত বিকেলে হৃদয়ে মৃদু দোলা দিয়ে যায় তখন, যখন পাশে থাকে কেউ। ছোট্ট এই জীবন, সীমিত আয়ু, যান্ত্রিক পৃথিবী, যান্ত্রিক এই আমি, একটু শান্তির সন্ধানে...
গুগল অথরশীপ লিংক