মাইক্রোসফট ওয়ার্ড ২০১০ এ তৈরী করুন রেজিস্ট্রেশান ফর্ম (ভিডিও টিউটোরিয়াল)
রেজিস্ট্রেশান ফর্ম বিভিন্ন ধরনের হয়ে থাকে। কিসের জন্য রেজিস্ট্রেশান সে বিষয়ের উপর ফর্মের ধরন নির্ভর করে। একটি রেজিস্ট্রেশান ফর্ম তৈরী করতে যতটুকু সময় লাগে ততক্ষণ ধরে ভিডিও টিউটোরিয়াল দেখার ধৈর্য্য অনেক সময় থাকে না। তাই যে যে বিষয় গুলো জানলে আপনি নিজের মন মত যতবড় ইচ্ছা রেজিস্ট্রেশান ফর্ম তৈরী করতে পারবেন, সেগুলোই শুধু ভিডিও টিউটোরিয়ালে দেখানো হলো। তাই ভিডিও টিউটোরিয়ালে যে রেজিস্ট্রেশান ফর্মটি তৈরী করে দেখানো হয়েছে সেটি পূর্ণাঙ্গ নয়। কারন রেজিস্ট্রেশান ফর্মে সাইনের ঘর থাকবে না এমনটা তো অসম্ভব, কিন্তু সেটাতো টিউটোরিয়ালে দেখানো হয় নি, কারন ওটা আপনারা এমনিতেই পারবেন।

পুরো ভিডিও টিউটোরিয়ালটি দেখলে তো অবশ্যই বুঝবেন যে কিভাবে ফর্মের বাকী কাজ করতে হবে। এই ভিডিও টিউটোরিয়ালের সাথে একটি পূর্ণাঙ্গ রেজিস্ট্রেশান ফর্মের টেমপ্লেট ও ভিডিও টিউটোরিয়ালে তৈরী করা ফাইলটিও দেয়া হলো।
ভিডিও টিউটোরিয়াল:
ডাউনলোড লিংক:
ধন্যবাদ।
ট্যাগস: