লিনাক্স বেজড অপারেটিং সিস্টেমে ডাউনলোড করুন ইউটিউব ভিডিও [ ভিডিও টিউটোরিয়াল ]
ইউটিউবের ভিডিও ডাউনলোড করে নিন খুব সহজে আপনারলিনাক্স বেজড অপারেটিং সিস্টেমের টার্মিনাল ইউজ করে। যাই হোক এজন্য আপনি আপনার টার্মিনাল (কমান্ড প্যানেল) ওপেন করুন। তারপর কিছু কমান্ড লিখেই ডাউনলোড করে ফেলুন ইউটিউব ভিডিও !

ভিডিও টিউটোরিয়ালটি দেখুন-
কোডের বর্ণনা:
ডাউনলোডার ইন্সটল-
sudo apt-get update
sudo apt-get install youtube-dl
ভিডিও ডাউনলোড-
youtube-dl -F <video link>
উপরের কমান্ডটি দিলে আপনি ফরমেট কোড সহ একটা লিস্ট পাবেন। সেখান হতে আপনি যে ফরমেটের ভিডিও ডাউনলোড করতে চান সেটার কোড ইউজ করে নিচের কমান্ড রান করলেই ডাউনলোড শুরু হবে। আর সেভ হবে আপনার হোম ফোল্ডারে।
youtube-dl -f <format code> <video link>
ভিডিও টিউটোরিয়াল দেখে আশা করি কারো বুঝতে অসুবিধা হবে না। তবুও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করতে পারেন।
ট্যাগস: উবুন্টু ইউটিউব ডাউনলোডার, কুবুন্টু ইউটিউব ডাউনলোডার, লিনাক্স ইউটিউব ডাউনলোডার, ubuntu youtube downloader, kubuntu youtube downloader, linux youtube downloader