Track Your Mobile
হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ভালোই আছি। আমার ফাইনাল এক্সাম চলছে, তাই আমি তোমাদের সাথে কিছুই Share করার সুযোগ পাচ্ছি না। আজ সামান্য ফ্রী, তাই বসলাম আপনাদের কে কিছু জানাতে।
আজ আমি মোবাইল নিয়ে কিছু লিখবো। যাদের হাতে Samsung-এর Android OS সম্বলিত মুঠোফোন আছে তাদের জন্যই শুধু। আমরা অনেকেই দামী মোবাইল কিনে থাকি। কিন্তু ঘর হতে ঐ মোবাইলটি নিয়ে বের হতে আমাদের খুব ভয় হয়। কারণ, রাস্তায় অনেক পকেটমার রয়েছে। আজ আমি আপনাদের এমন একটি টিপস দিবো যা দিয়ে আপনি আপনার মোবাইলটি কোথায় এবং কোন সিম লাগানো আছে তার নাম্বার জানতে পারবেন।
এর জন্য লাগবে আপনার Samsung-এর Android OS সম্বলিত একটি মুঠোফোন। আর Registration করার সময় Internet Connection লাগবে।
আসুন জেনে নেই কিভাবে করতে হবে-
প্রথমে আপনি নিশ্চিত হোন যে আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন চালু আছে। এবার মেনু যান, তারপর Setting > Location and security > SIM change alert
এবার আপনি Sign Up করুন। অথবা আপনার Samsung এর Account থাকলে Sign In করুন।
এবার কাজ সম্পুর্ন হলে আবার Menu> Setting > Location and security > Alert message recipients
এবার আপনি দেখবেন নাম্বার লিখার জন্য এখটি বক্স রয়েছে। সিম পরিবর্তন হলে যেই নাম্বার এ Message যাবে ঐ নাম্বারটি লিখুন। তারপর নিচের খালি অংশে লিখুন Sim Changed
এবার Done বাটন এ ক্লিক করুন।
এবার Menu> Setting > Location and security > Remote Control –এ টিক দিন। আপনার কাজ শেষ।
এবার সিম পরিবর্তন করে দেখুন Message যায় নাকি।
বিঃ দ্রঃ Location পেতে জিপিএস(GPS) On থাকা লাগবে।
Tested On: Galaxy Pocket S5300
Android OS: V2.3 (Gingerbread)
সামনে আবার আসবো Android এর আরো কিছু টিপস নিয়ে। ফিরে আসবো কিছুদিনের মধ্যে।
কমেন্ট করুন কোন কিছু না বুঝলে, জানতে চাইলে, কেমন লেগেছে জানাতে।
সুন্দর পোস্ট………………।