আপনার এন্ড্রয়েড মোবাইলে ইন্সটল করা সফটওয়্যারগুলোর ব্যাকাপ নিন – ফ্রী এভিজি এন্টিভাইরাস ডাউনলোড
হ্যাল্লো বন্ধুরা!!! আজ আবার আসলাম Android এর একটি প্রয়োজনীয় পোষ্ট নিয়ে। অনেকেই আমাকে বলেছে আমি মেইন ফাইল এর Duplicate লিঙ্ক ব্যবহার করি না কেনো? আবার এমনও অনেকে বলেছে যে আমার কাছে থাকা মেইন ফাইল টি ওয়েবসাইট এ আপলোড করি না কেনো?
আমার উত্তরঃ আমি গ্রামীণফোন এর ১জিবি নেট প্যাকেজ নেই। আমার ডাউনলোড ছাড়াই সব শেষ হয়ে যায়। আবার যে স্পীড। তাই আমি মেইন ফাইল আপলোড করতে পারি না। আর আমি আপনাদের Duplicate লিঙ্ক দিতে পারি। সেটাতে যদি ভাইরাস/অন্য ফাইল থাকে তাইলে আমাকে দোষ দিবেন। তাই আমি সরাসরি প্লে-ষ্টোর এর লিঙ্ক দেই।
তবে আজ আমি আপনাদের এমন একটি App দিবো যার মাধ্যমে আপনি সব সফটওয়্যার এর Back Up নিয়ে এর মেইন ফাইল বানাতে পারবেন। এর জন্য আপনার লাগবে একটি এন্টিভাইরাস, তবে সব এন্টিভাইরাস এই অপশনটি আছে নাকি জানি না। আমি AVG Mobilation এর মধ্যে Back Up করার অপশনটি পেয়েছি। Download Link

App টি ওপেন করে আপনার Option বাটন এ ক্লিক করুন। Snap- 2 এ দেওয়া মেনু টি আসবে। Tools এ ক্লিক করুন।

তারপর Snap- 3 এ দেওয়া মেনু আসবে। App Backup – Trial এ ক্লিক করুন।

Snap- 4 এর মত মেনু আসবে। এবার আপনার যেই App এর গুলোর Backup করবেন ঐগুলোতে টিক দিন।

Snap- 5 এর মত টিক দিয়ে Backup বাটন এ ক্লিক করুন।

Snap- 6 এর মত একটি Screen আসবে।

Backup হয়ে গেলে X-Plore দিয়ে আপনার ফোন মেমোরিতে যান। তারপর “/droidbackupdir” Folder টি খুঁজে বের করুন।

ঐ ফোল্ডার এ আপনি আপনার Backup করা সকল App পেয়ে যাবেন।