অভ্র এর লেখাগুলোকে বিজয়ে কনভার্ট করুন | ইউনিকোড থেকে আনসি | Convert Avro Text To Bijoy | Unicode To ANSI
আমরা অনেকেই ইউনিকোড এর ফন্ট নিয়ে সমস্যাতে পরে থাকি। যেমন ইউনিকোডের ফন্টগুলোর সাইজ একটু বড় হয়। তাছাড়া আমরা আনসি বা বিজয়ের ফন্টগুলো দেখে অভ্যস্ত। তাছাড়া অনেক সময় অভ্র দিয়ে লেখা টেক্সট গুলোর ফন্ট আমরা বিজয়ের ফন্টের মত করতে পারি না। তাই অভ্র আপনাকে এই সুবিধা দিচ্ছে।
আপনি অভ্র দিয়ে যে লেখাটি লেখেন সেটি হল ইউনিকোড। আর বিজয় দিয়ে যেটি লেখেন সেটি হলো আনসি। তাই ইউনিকোড দিয়ে লেখার ফলে আনসি এর ফন্ট ব্যাবহার করতে পারবেন না। যেমন আপনি অভ্র দিয়ে লিখে লেখাটা সুত্বনী এমজে যেই ফন্ট সেই ফন্টে নিতে পারবেন না। এজন্য আপনাকে আপনার ইউনিকোড লেখাটা মানে অভ্র দিয়ে লেখা অংশটুকুকে বিজয়ে মানে ইউনিকোডে কনভার্ট করতে হবে। তার পরে কনভার্টেড টেক্সটটি কপি করে কোন ডক ফাইলে রেখে দিন। তারপরে আপনি আনসি ফন্ট বা বিজয়ের ফন্ট ব্যবহার করতে পারবেন লেখাটিতে।
তো আসুন এক নজরে কি কি করতে হবে দেখে নেই।
আপনার অবশ্যই অভ্র ইন্সটল থাকতে হবে যেহেতু আমরা অভ্র এর লেখা নিয়ে কাজ করবো। তাছাড়া যেই টুলটা আমরা ইউস করবো কনভার্ট করার জন্য তা অভ্র এর মধ্যেই আছে তাই আপনাকে অন্য ইউনিকোড লেখা বা ওয়েব থেকে কপি করা লেখা কনভার্ট করতে হলেও অভ্র ইন্সটল করে নিতে হবে।
অভ্র পিসি চালুর সাথে সাথেই চালু হয়। আর অভ্র আপনি দুই জায়গায় পেতে পারেন একটা হলো টপ বারে আরেকটা হলো সিস্টেম ট্রে।
যদি আপনার টপ বারে মানে ডেস্কটপের উপরে অভ্র এর টুলবারটি থাকে তাহলে আপনি সেখানের গিয়ারের আইকনে ক্লিক করুন। সেখান হতে Unicode to Bijoy text converter এ ক্লিক করুন।

আর যদি আপনার সিস্টেম ট্রে তে থাকে অভ্র তাহলে সিস্টেম ট্রে এর অভ্র আইকনের উপর মাউসের রাইট বাটন ক্লিক করুন। সেখান হতে Tools > Unicode to Bijoy text converter এ ক্লিক করুন।

এবার নিচের উইন্ডোর মত করে একটি উইন্ডো আসবে।

এবার এখানে উপরের টেক্সট বক্সে আপনার ইউনিকোড বা অভ্র দিয়ে লেখা টেক্সটটুকু পেস্ট করুন। তারপরে Convert to Bijoy encoding >> বাটনে ক্লিক করুন। তাহলে নিচের টেক্সট বক্সে আপনার কনভার্ট হওয়া টেক্সট পাবেন।
এবার নিচের টেক্সট বক্স হতে টেক্সটটুকু কপি করে যেকোন ডক ফাইলে নিন। এবার বিজয়ের ফন্ট দিয়ে দেখুন ফন্ট চেঞ্জ হচ্ছে। তবে হ্যাঁ আপনার পিসিতে অবশ্যই বিজয়ের ফন্ট থাকতে হবে। তা না হলে ফন্ট চেঞ্জ করতে পারবেন না।
আশা করি ভালো লেগেছে। লিখার কিছু পেলাম না। পুরো ব্লগে খালি ওয়ার্ডপ্রেস এর পোস্ট। আর তাই ভাবলাম এটি নিয়ে লেখে ফেলি।
ধন্যবাদ।
ভাই একটু ভুল কইরা ফেলাইলেন, ওটা ASCII বা আসকি না ওটা হবে ANSI বা আনসি 😉 😛
এই টুলটা আমি অনেক দিন যাবৎ ব্যবহার করছি। যেসব সফটওয়্যারে ডিরেক্টলি ইউনিকোডে বাংলা লেখা যায় না সেসব ক্ষেত্রে এই জিনিসটা খুবই উপকারী। এডোবি প্রোডাক্টগুলোতেও ANSI দিয়ে এইভাবে বাংলা লিখা যায়। 🙂
শেয়ার করমু ভাবতাছিলাম, আলসেমির কারণে হয়ে ওঠে নি। সুন্দর পোস্টের জন্য সোহাগ ভাইকে ধন্যবাদ জানাই 😀
কি বলেন ভাই 😛 তবে কয়েক জায়গায় আনসি আর আসকি এক সাথে পাইলাম। ওকে বলার জন্য ধন্যবাদ। এখন আমারো মনে হচ্ছে এখন আনসি হবে 😛 যাই হোক শেয়ার করে ফেলেছি দুই জায়গায়। তাই এভাবেই রেখে দিলাম 😀
মেনি মেনি থ্যাংকস 😀 😀 😀 😀
আচ্ছা আপনে আনসি না আসকি? 😛
হেহেহ, ঔটা আনসি হবে আমি সিউর! আসকি হইল গিয়া টেক্সট আর্ট। সপটওয়্যার ডেভেলপার Nikosh এর সাইটেও একই ভুল করছে :P। তয় অভ্রতে ঠিক লেখা আছে। 🙂
আমি আসকি আনসি মানে? 🙄 , উইন্ডোজে অভ্র চালাই প্রভাত লে-আউট দিয়া ইউনিকোডে; আর লিনাক্সে ইউনিকোড চালাই হুদাই প্রভাত লে-আউট দিয়া। লিনাক্সের লগে সহজে পিরীতি করার জইন্য ফোনেটিক বাদ দিয়া ১ সপ্তাহে প্রভাত শিখছি 😛 😈
যাউগ্গা, আপনে পোস্টায়া হাওয়া হইয়া যান যে? রিপ্লাই পাই ১ সপ্তাহ পর? 😛
ও তাইলে প্রবলেম নাই। যেখানে একজন সফটওয়্যার ডেভেলপার ভুল করসে সেখানে আমি আর কিই বা করলাম 😛 রিপ্লাই এখন টাটকা দিতাসি 😛 আর আপনে কি আসকি ম্যান না আনসি ম্যান জিজ্ঞাসা করলাম আরকি 😛
আসকি কে আনসিতে কনভার্ট করা হলো 😛
আপনার ইউটিউবে ২টা টিউটো দেখলাম, ভাল লাগল। তবে ভিডিও দেখার সময় যে টুক-টাক-টুক-টাক শব্দ শোনা যায় তা বিরক্তিকর! 😐
😛 ও সেইটা মাউসের ক্লিকের স্পেশাল সাউন্ড। ওকে নেক্সটে সেইটা অফ থাকবে 😀 😀
ধন্যবাদ বলার জন্য। সবাই আজকাল ফাও পাম দেয়। ভুল কেউ ধরে না 🙁 ধন্যবাদ 😀
হুম অফ রাইখেন, আর x10hosting দেইখা তো মাথা পুরা নষ্ট!! আনলিমিটেড তাও ফ্রি?!?! সত্যি নাকি? 😯
তাইলেতো ভল্গ একটা বানাইতেই হয়, কি কন? 😛
হুম এক্সটেন হোস্টিং অনেক ভাল বাট ওদের সার্ভার এখন ফুল তাই খালি ডিস্টার্ব দেয়। তাছাড়া আগে অনেক ফ্রী হোস্টিং এর সার্ভার ভাল থাকতো বাট এখন ডাউন থাকে বেশী। আর হ্যাঁ আনলিমিটেড 🙂 এইটা আমি ইউস করেছি প্রায় এক বছর। এখনও করি তবে আগের মত না। এখন নতুন হোস্ট নিছি কম্পিউটার ক্লাব বিডি এর পাবলিক ব্লগ… আগে এইটা এক্সটেন এ ছিলো…
আর বানান ব্লগ একটা ব্লগে ২০০ মেগা জায়গাও খরছ হয় না… ২০০ মেগা দিয়াই অনেক কিছু হয় 🙂 তবে বেশী ফটো বা হাই রেজুলেশনের ফটো ভিডিও রাখলে জায়গা সেই হারে বেশী লাগে। তবে নরমাল ব্লগে ৫০০ মেগা যথেষ্ট 😀
চমৎকার সব তথ্য দিলেন! ধইন্ন্যা 😀
আপনাকেও ধন্যবাদ 🙂
আমার পোস্ট শেয়ার কইরা কমেন্ট দিলাম দেইখা আসে না মনে হয় :'( । দুক্কু পাইলাম। লিঙ্কু দিয়া ছাড়ুম, এই লন www[dot]techtunes.com.bd/tips-and-tricks/tune-id/121501 😛
এই গুলা সব স্প্যাম হিসেবে অটো ডিটেক্ট করসে 😀 😀 তাই আসে নাই, আর আমিও দেখি নাই। এখন এপ্রুভ করেদিলাম 🙂
ভাল জিনিস। লিনাক্সে তো অভ্র ইউজ করিনা, তয় ইউনিকোড হইতে আনসিতে কনভার্ট করা লাগে। তখন আমি এই টুলটা ইউজ করি। এইটার লিনাক্স ভার্শন থাকলে ভাল হত। পুরা অভ্র ইন্সটল করতে মন চায়না।
কিপিটাপ!
কেন আপনি নিজে একটা বানাইয়্যা নিলেই তো পারেন 😉 কঠিন কাজ বলে মনে হয় না আপনার জন্য এইটা 🙂
ধন্যবাদ