এন্ড্রয়েড চালিত মোবাইলে বাংলা লিখুন
হ্যালো বন্ধুরা , কেমন আছো? আমি তোমাদের মধ্যে আবার ফিরে এলাম নতুন টিপস নিয়ে। আশা করি তোমাদের ভাল লাগবে।
আজও আমি নিয়ে এসেছি এন্ড্রয়েড এর টিপস নিয়ে। অনেকেই বাংলা লিখতে চান, তবে কিভাবে লিখবেন তা অনেকেই জানি না! আজ আমি আপনাদের শিখাবো কিভাবে এন্ড্রয়েড এ চালিত মোবাইল গুলোতে বাংলা লিখতে হয়। এর জন্য প্রয়োজন হবে keyboard নাম এর একটি Software । যা আপনি Play Store থেকে ডাউনলোড করতে পারবেন। আর যদি খুঁজে না পান তাহলে আমাকে বলবেন। আমি অন্য কোন লিংক জোগাড় করে দিতে চেস্টা করবো।
- ডাউনলোড হয়ে গেলে install হওয়ার জন্য সময় দিন। Install Complete হলে এবার আপনি যেখানে বাংলা লিখবেন সেখানে যান। লিখার জন্য যে খালি অংশ আছে তাতে touch করে hold করে রাখুন। দেখবেন একটি মেনু এসেছে। সেখান থেকে Input Method এ ক্লিক করুন। দেখবেন আরেকটি মেনু এসেছে।
- সেখানে Mayabi Keyboard সিলেক্ট করুন। এবার দেখুন আপনার আগের Keyboard টি আর নেই। পরিবর্তন হয়ে গেছে। নিচে দেখুন বাংলা নাম এর একটি বাটন আছে। ওখানে ক্লিক করলে আপনার Keyboard টি দিয়ে বাংলা লিখতে পারবেন। আবার যদি English এ লিখতে চান তাহলে বাংলা বাটন টিতে ক্লিক করে বাংলা inactive করে দিন।
- আর যদি আপনি আপনার পুরোনো কি-বোর্ড এ ফিরে আসতে চান তাহলে আগের মত Input Method এ গিয়ে আপনার পুরানো কি-বোর্ড টি সিলেক্ট করুন।

আমার বাসায় এখন কারেন্ট নেই। আমি আমার Galaxy Pocket –এ মায়াবী কী-বোর্ড use করে এই সিসিটি লিখলাম। কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু।
১০ এ ১০
Thanks for share with us