একটু ভিন্ন ভাবে বাংলা ইউআরএল কপি করুন
অনেক ওয়েবসাইটের ইউআরএল বাংলায় থাকে। এক্ষেত্রে যখন আমরা ইউআরএলটি কপি করতে যায় তখন সেটি হয়ে যায় বিশাল। তো কিভাবে আপনি যেমনটি এড্রেসবারে দেখতে পান ঠিক তেমন ভাবে ইউআরএলটি ইউজ করতে পারবেন তা দেখাবো আজকে। এজন্য আলাদা কোন টুল ইউজ করতে হবে না।

যেমন এই পোস্টের ইউআরএলটি দিয়েই বুঝাই। পোস্টের ইউআরএলটি খেয়াল করুন। এড্রেসবারে আপনি শুধু দেখতে পাচ্ছেন computerclubbd.com/tips-internet/বাংলা-ইউআরএল-কপি-করুন.html শুধু এইটুকু। সাধারনত অনেক ব্রাউজারে http:// এ জিনিসটা শো করে না। কিন্তু আপনি যখন এড্রেসবারে ক্লিক করেন তখন দেখবেন পুরো ইউআরএলটি সিলেক্ট হয়ে গেছে। এক্ষেত্রে যদিও আপনি যা দেখতে পাচ্ছেন সেটুকুই সিলেক্ট অবস্থায় দেখায় কিন্তু এটা ইউআরএলটির শুরুর http:// অংশটাও সিলেক্ট করে ফেলে। এক্ষেত্রে আপনি যদি লিংকটি কপি করেন তাহলে যখন লিংকটি পেস্ট করবেন তখন লিংকটি বিশাল বড় দেখাবে। এজন্য প্রথমেই ডিসিলেক্ট করতে হবে তাই কার্সর একেবারে বামে রাখুন তারপর মাউস দিয়ে ইউআরএলটি সিলেক্ট করে কপি করে অন্য কোথাও পেস্ট করুন। তাহলে দেখবেন ইউআরএলটি আপনি যেমন দেখতে পাচ্ছেন তেমনই কপি হবে। ইউআরএলটি বড় হবে না। [মনে রাখবেন কপি করা ইউআরএলটি যদি পেস্ট করেন আর সেখানে http:// বা http://www. শুরুতে থাকে তাহলে আপনার লিংকটি বড় হয়ে যাবে]
উপরের পদ্ধতিতে অনেক সময় কাজ না করলে সহজ একটি পদ্ধতি আছে। এড্রেস বারে ক্লিক করুন তাহলে পুরো ইউআরএলটি সিলেক্ট হয়ে যাবে। এবার কীবোর্ড হতে যে কোন একটি কী প্রেস করুন। ধরুন z প্রেস করা হলো। তাহলে পুরো ইউআরএলটি মুছে z লেখা আসবে। এবার কীবোর্ড হতে ctrl+z প্রেস করুন। তাহলে আগের ইউআরএলটি আবার ফিরে আসবে। এবং সেটা সিলেক্টেড অবস্থায় থাকবে। Ctrl+C প্রেস করে কপি করে নিন। ব্যাস 🙂 তাহলে বাংলা লেখাটা ইউআরএল হতে চেঞ্জ হবে না যখন পেস্ট করবেন।

যেসব সাইটের www. অংশটি এড্রেসবারে দেখা যায় সেসব ওয়েবসাইটের ক্ষেত্রে আপনার ইউআরএলটি সিলেক্ট করাটা একটু বেশী সহজ। আপনি শুধু www. এর ডানের অংশ টুকু কপি পেস্ট করুন। ব্যাস।
ইউআরএল সিলেক্ট করার সময় অবশ্যই CTRL+A প্রেস করে বা সিলেক্ট অল ইউজ করে ইউআরএল কপি করবেন না। এতে http:// বা http://www. কপি হবে না, আর এদুটো যদি কপি করে ফেলেন তাহলে ইউআরএলটি বড় হয়ে যাবে পেস্ট করলে। মাউস দিয়ে সিলেক্ট করার সময় ডান পাশ হতে সিলেক্ট করবেন না, বাম পাশ হতে সিলেক্ট করবেন। আর ইউআরএলটি শেয়ার যেখানে করবেন সেখানে আগে http:// বা http://www. লিখে তারপর কপি করা ইউআরএলটি পেস্ট করুন।
সাধারনত কম্পিউটার ক্লাব বিডি এর সকল পোস্টের ইউআরএল ইংলিশে করা হয়। তবুও আপনাদের প্রাকটিসের জন্য এই পোস্টের ইউআরএলটি বাংলায় করা হলো। আশা করি সবাই পুরো বিষয়টা ফলো করে কাজ করতে পেরেছেন। এরপরও কেউ না বুঝে থাকলে নিচে কমেন্ট করুন। ধন্যবাদ।