এক্সেলে dd-mm-yy ফরমেটে তারিখ ইনপুট
মাইক্রোসফট এক্সেলে তারিখ ইনপুট দেয়ার সময় আমাদের বাই ডিফল্ট মাসের সংখ্যা আগে ইনপুট দিতে হয় এবং এক্সেলে আমরা যতবারই আমরা ডেট ফরমেট সিলেক্ট করি ততবারই বাই ডিফল্ট মাসের নাম / সংখ্যাই আগে শো করে।
আজ আমরা শিখব কিভাবে এক্সেলের ডেট ইনপুট mm-dd-yy এর পরিবর্তে dd-mm-yy ফরমেটে দেয়া যায়।

এজন্য নিচের ধাপ গুলো পর্যাক্রমে অনুসরণ করতে হবে-
ধাপ ০১: Control Panel এ যান।
ধাপ ০২: সেখান থেকে Region অপশন সিলেক্ট করুন।

ধাপ ০৩: নতুন একটি উইন্ডো (Region) ওপেন হবে। সেখান থেকে dd-MMM.yy সিলেক্ট করে Ok বাটনে ক্লিক করুন।

ধাপ ০৪: এবার এক্সেলে গিয়ে যে কোন সেলে টাইপ করুন 14-1 এবং কীবোর্ড থেকে Enter প্রেস করুন । It works…