জেনে নিন আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে
জেনে নিন আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশান করা আছে। আপনারা হয়তো একটি বিষয়ে অনেকেই অবগত আছেন যে, কিছু অসাধু ব্যক্তি আপনার ফিঙ্গার প্রিন্ট নিয়ে, আপনার সিমের সাথে আরো কয়েকটা সিম রেজিস্ট্রেশান করে রাখে ও পরে সেটি বিক্রি করে। পূর্বে কয়েকটি মোবাইল অপারেটর নিবন্ধিত সিমের সংখ্যা জানালেও অন্য অপারেটরেরটা জানাতো না। তাই আজ আমরা জেনে নিব কিভাবে আমরা জানতে পারব, আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশান করা আছে এবং সেগুলো কোন কোন অপারেটরের।
৩১ ডিসেম্বরের মধ্যে গ্রাহকপ্রতি সর্বোচ্চ ১৫ এর অধিক সিম নিষ্ক্রিয় করুন।…
-বিটিআরসি
যেভাবে জানবেন আপনার নামে কয়টি সিম নিবন্ধিত রয়েছে:
- আপনার নামে নিবন্ধিত সিম হতে ডায়াল করুন *16001#
- তারপর আপনার NID অথবা যে আইডি দিয়ে সিম রেজিস্ট্রেশান করেছেন সেটির লাস্ট চার ডিজিট বসান।
- সেন্ড বাটনে ক্লিক করুন।
- ফিরতে ম্যাসেজে আপনাকে সিমের শুরুর ও শেষের নাম্বার সহ জানিয়ে দেয়া হবে, আপনার নামে কয়টি সিম নিবন্ধিত রয়েছে।
ধন্যবাদ।