ছবি হতে রেড আই রিমুভ করুন সহজেই – Photoshop1Minute Video Tutorial Part 2
ফটোশপ ওয়ান মিনিট সিরিজের দ্বিতীয় ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। দ্বিতীয় ভিডিও টিউটোরিয়ালে থাকছে কিভাবে একটি ছবি হতে রেড আই রিমুভ করতে পারবেন।

ক্যামেরায় ক্লোজ শট নেয়ার সময় যদি ফ্লাশ ইউজ করা হয় তাহলে অনেক সময় চোখের রেটিনায় ফ্লাশের আলো রিফ্লেক্ট করার পর সেটিকে লাল দেখায়। এখনকার ক্যামেরা গুলোতে এধরনের প্রবলেম কম হয় কারন অটো রেড আই রিমুভ প্রযুক্তি এটিতে আগে থেকেই থাকে। তবুও যদি কখনও কোন ছবিতে রেড আই থাকে তাহলে খুব সহজেই সেটিকে রিমুভ করতে পারবেন। আর কিভাবে সেটি করবেন জানতে দেখুন নিচের ভিডিও টিউটোরিয়ালটি-
Video Tutorial – Remove Red Eye – Red Eye Removal
দ্বিতীয় ভিডিও টিউটোরিয়াল আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে থাকছে কিভাবে মুখ হতে দাগ, ব্রণ ইত্যাদি দূর করতে পারবেন।
ধন্যবাদ।