আপনার ইমেজকে ক্রপ করুন ও সোজা করুন – Photoshop1Minute Video Tutorial Part 1
ফটোশপ ওয়ান মিনিট টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। ব্যস্ততার ফাঁকেও এখন ফটোশপের কাজ শেখা কেউ রুখতে পারবে না। ফটোশপ ওয়ান মিনিট ভিডিও টিউটোরিয়ালের প্রথম পর্বে আপনাদের দেখাবো কিভাবে একটি ইমেজ ক্রপ করার পাশা পাশি সোজা করতে পারবেন।

সাধারণত এই টুলটি আমার বেশী কাজে আসে যখন কোন একটা পিকচার স্ক্যান করি। হয়তো অনেক সময় ছবি সোজা করে রেখে স্ক্যান করা হয় না তাই পরে সেটি এডিট করার জন্য এই টুলটির বিকল্প নেই। তো আসুন ভিডিও টিউটোরিয়ালটি দেখে নেই-
Video Tutorial – Crop & Straighten your photo – Cropping & Scaling
এই ভিডিওতে একটি ছবি ব্যবহার করা হয়েছে। ফাইনাল ছবিটি-
প্রথম টিউটোরিয়াল এই পর্যন্তই। ফটোশপ ওয়ান মিনিট ভিডিও টিউটোরিয়াল এর পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আলোচনা করা হবে কিভাবে রেড আই রিমুভ করা যায় খুব সহজেই।
ধন্যবাদ।