Lernstift স্মার্ট পেন – ভুল হলেই এলার্ট দিচ্ছে বিশেষ ধরনের এই কলম
পিসিতে টাইপ করতে বসলেন ওয়ার্ডে। কিছু লিখা শুরু করুন, যদি বানান ভুল হয় সাথে সাথে লাল রংয়ের আন্ডারলাইনের মাধ্যমে আপনাকে জানিয়ে দিচ্ছে। সাথে কিছু সাজেশানও দিচ্ছে। কিন্তু যখন খাতায় লিখবেন তখন কে ভুল ধরিয়ে দিবে? কে ওয়ার্ড সাজেস্ট করবে?

যদিও সাজেস্ট করার কোন কলম এখনও বের হয় নি তবে ভুল ধরার জন্য তৈরী করা হয়েছে নতুন লার্নস্টিফ্ট স্মার্ট পেন। লার্নস্টিফ্ট জার্মান শব্দ যার অর্থ ‘শেখার কলম’। ভুল করার সাথে সাথেই পেনটি ভাইব্রেটের মাধ্যমে বানানের ভুল জানান দিবে আপনাকে। এটিই প্রথম কলম যা ভুল করার সাথে সাথে ভাইব্রেট করে। এতে থাকছে মোশন সেন্সর যা কলমের মুভমেন্টের উপর নির্ভর করে ক্যারেক্টার বা শেপ বুঝতে সক্ষম। আর এতে পাওয়ার সাপ্লাই হিসেবে থাকছে একটি AAA ব্যাটারী।
আর বিশেষ ধরনের এই কলমটি ডেভেলপ করেছেন Falk Wolsky।