ফেসবুক স্প্যামিং এলার্ট
ফেসবুকে আবার স্প্যামিং দেখলাম। স্প্যামিং সব সময় হয়। তবে যখন সেটা মাত্রাতিরিক্ত হয় তখনই সেটা বিরক্তিকর রূপ ধারন করে। এই মাত্র দেখলাম আমাকে একজন ট্যাগ করছে। স্বভাবতই কেউ ট্যাগ মারলে অনেকেই চেক করে থাকেন ট্যাগ করা জিনিসটা। আর তাই আমি চেক করতে গিয়ে দেখি স্প্যামিং সাইটে নিয়ে যাচ্ছে। সেখানে একটা বাটন আছে। লেখাটার ভাষা না বুঝায় আমি ক্লিক মারি নাই। কারন অনেকেই এর আগে বিভিন্ন ভিডিও স্প্যামিং এর হাতে পরেছিলেন। যেটা অটো ফেসবুকে ভিডিও শেয়ার করতো বা বিভিন্ন আপত্তিকর পোস্ট শেয়ার করতো। আমার কাছে এখনকারটাও প্রায় সেম মনে হচ্ছে। কারন আমি একজনের টাইম লাইনে গিয়ে দেখলাম পুরা পেজ ভর্তি শেয়ার আর ট্যাগ। যে ব্যাটা এই কাজ করছে বলে আমার ধারনা তার নাম নিচের স্ক্রীনশটেই পাবেন (via ___)।
কারন এটিও অটো পোস্ট করে টাইমলাইনে। তো এরকম সমস্যা থেকে বাঁচতে রিপোর্ট করুন এখনি এই ধরনের পোস্ট গুলো। এজন্য টাইমলাইনের রিভিউ অপশনে গিয়ে ট্যাগ করা জিনিসটা হাইড করুন। তারপর আপনি সেখান হতে রিপোর্ট অপশন পাবেন, তারপর রিপোর্ট করুন স্প্যাম হিসাবে। যেহেতু এখন পর্যন্ত আমি আক্রান্ত হই নি। তাই এর বেশী ইনফরমেশান দিতে পারলাম না।
পোস্টটির টাইটেল হচ্ছে ‘ http://www.facebook.com/Videos << Look Here ‘ নিচে একটা স্ক্রীনশট দিয়ে দিলাম চিনে রাখুন।