ফেসবুক পেজে যুক্ত হলো রিপ্লাই বাটন
একজনের কমেন্টের রিপ্লাই দিচ্ছেন। কিন্তু এন্টার প্রেস করার সাথে সাথে দেখলেন আপনার রিপ্লাইয়ের আগে আরেকজনের কমেন্ট এসে গেছে। ঐই অবস্থায় সবাই ভাববে আপনি আপনার রিপ্লাইয়ের আগে যার কমেন্ট আছে তাকে রিপ্লাই দিয়েছেন। ফেসবুকে এই সমস্যাটা শুরু থেকেই ছিল।
অবশেষে এই সমস্যার সমাধান নিয়ে হাজির হলো ফেসবুক। আর সমাধান হিসেবে ফেসবুকে তাই আজ যুক্ত হলো রিপ্লাই বাটন। বিভিন্ন দেশে যদিও অনেক আগে হতেই সুবিধাটির পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করা হয়ে আসছিল। তবে বাংলাদেশে এই প্রথম। তবে বাংলাদেশের টাও পরীক্ষামূলক ভাবে যুক্ত করা রিপ্লাই বাটন। এটি খুব শীঘ্রই স্থায়ী রূপ পাবে।
আজ সকালে পেজ ভিজিট করতে গিয়ে এই জিনিসটি আবিষ্কার করি এবং কাভার ইমেজের উপর টার্ন অন বাটনে ক্লিক করে রিপ্লাই বাটন যুক্ত করি। তবে টাইমলাইনে এখনও পর্যন্ত এই সুবিধাটি পাই নি।
গত বছর হতেই ফেসবুক এটির পরীক্ষামূলক ভাবে কয়েকটি এরিয়াতে চালু করে। ফেসবুক রিপ্লাই বাটনের অফিসিয়াল পেজটি একবার ঘুরে আসতে পারেন। আশাকরি আরো অনেক তথ্য পাবেন।

আপনি আপনার পেজে ভিজিট করলে উপরের ইমেজের মত নোটিশ পাবেন। সেখান হতে টার্ন অন রিপ্লাইস বাটনে ক্লিক করুন।
এই পোস্টের আরো কিছু শিরোনাম:
ফেসবুকে যুক্ত হলো রিপ্লাই বাটন
রিপ্লাই বাটন ফেসবুক
রিপ্লাই বাটন যুক্ত হল ফেসবুকে
ফেসবুক রিপ্লাই বাটন
ফেসবুক জবাব দিন বাটন
ফেসবুক উত্তর দিন বাটন
Facebook Reply Button
Reply Button on Facebook
Add a reply button to comments