ফেসবুক পেজে যুক্ত হল মেটা ইমেজ আপলোড করার অপশন
মেটা ইমেজ নিয়ে অনেকেই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। দেখা গেলো পোস্টের লিংক শেয়ার করেছেন একটি কিন্তু মেটা ইমেজ আসছে অন্যটি। যদিও ডিফল্ট মেটা ইমেজ কতগুলো সাজেস্টেড ইমেজ হতে সিলেক্ট করা যেত, তবে ফেসবুক নতুন করে চালু করেছে মেটা ইমেজ আপলোডের অপশন।
আপনি যখন আপনার ফেসবুক পেজে লিংক শেয়ার করবেন তখন আগের মতই মেটা টাইটেল, মেটা ডিস্ক্রিপশান ও মেটা ইমেজ লোড হবে। আর এই মেটা ইমেজের নিচেই পাচ্ছেন আপলোড অপশন। যেটি ব্যবহার করে আপনি আপনার পছন্দ মত মেটা ইমেজ দিতে পারবেন।
এর আগে ফেসবুকে অনেক নতুন ফিচার যুক্ত হয়েছে। যেগুলো প্রায় টুইটারের সাথে মিলে যাচ্ছে।
ধন্যবাদ সোহাগ ভাই, পোস্টটি দুর্দান্ত হয়েছে। অনেক কাজে লাগবে।
আপনাকেও ধন্যবাদ