অনেক প্রতীক্ষার অবসান ঘটলো | গুগল ডুডলে যুক্ত হলো বাংলাদেশের স্বাধীনতার ছবি
কত চেষ্টাই না করা হলো। কত ইমেইল রিকুয়েস্ট যে পরেছে গুগল ডুডলের কাছে হিসাব নেই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অনেক চেষ্টা করেও গুগল ডুডলে বাঙালির ত্যাগের কথা তুলে ধরানো যায় নি। তবে সব কিছুর অবসান ঘটলো আজ। আজ গুগল বাংলাদেশের স্বাধীনতা দিবসের উপহার হিসেবে বাঙালি জাতিকে একটা ডুডল উপহার দিলো, আর সাথে সাথে বিশ্ব দরবারে আরেকবার মনে করিয়ে দিলো আমরাই সেই জাতি যারা ভাষার জন্য জীবন দিয়েছি, এবং তারী পরিপেক্ষিতে একদিন পূর্ব পাকিস্তান নামক দেশটাকে বাংলাদেশে রূপান্তর করেছি।

এখানে ক্লিক করুন ডুডলটি দেখতে (শুধু ২৬ শে মার্চ ২০১৩ এই দেখতে পাবেন)
শুভেচ্ছা সেই সকল মানুষদের যারা গুগলকে নানা ভাবে বাঙালির আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। আর শুভেচ্ছা গুগলকেও।
আসলেই খুশির খবর। ভাল লাগছে।
হুম
ডুডলটা পুরা চরম। বাংলাদেশের জাতীয় পোশাক গুলো দিয়ে করা…