ফেসএপ বনাম ফেসবুক !
প্রযুক্তি বিশ্বের বর্তমানে সবচেয়ে আলোড়ন জাগানো সংবাদ হলো, ব্যবহারকারীর তথ্য গোপনীয়তার বিষয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) এর করা ৫ বিলিয়ন ডলার জরিমানা। ধারনা করা হয় কোন কোম্পানীকে করা এখন পর্যন্ত এটিই সবচেয়ে বড় অংকের জরিমানা।
ক্যামব্রিজ এনালিটিকা ইস্যুর পর আরো একটি বড় ধাক্কা খেল ফেসবুক। যদিও তারা জরিমানা প্রদানে সম্মত হয়েছে এবং এই জরিমানার সমপরিমান অর্থ আয় করতে ফেসবুকের সময় লাগতে পারে প্রায় এক মাসের মত।
অন্যদিকে বর্তমানে জনপ্রিয় হয়ে ওঠা একটি এপ হলো ফেসএপ। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারে করে ব্যবহারকারীর ছবি মূহুর্তেই পরিবর্তন করতে সক্ষম এই এপটি। ফেসএপ এর আগে প্রিজমা একই কনসেপ্টের উপর ভিত্তি করে জনপ্রিয়তা লাভ করেছিল।

কিন্তু ফেসএপের প্রাইভেসি ইস্যু নিয়ে বর্তমানে প্রচুর আলোচনা হচ্ছে। কিন্তু কেন? প্রায় দুই বছর আগে রিলিজ হওয়া এই এপটি হঠাৎ করে কিভাবে এত জনপ্রিয় হয়ে উঠল?
মূলত ফেসএপের প্রাইভেসি পলিসি থেকেই সন্দেহের সূত্রপাত। প্রাইভেসি পলিসির চার নং অনুচ্ছেদে স্পষ্টভাবেই ফেসএপ বলেছে-
Your information collected through the Service may be stored and processed in the United States or any other country in which FaceApp, its Affiliates or Service Providers maintain facilities.
ফেসএপ তাদের সার্ভারে ছবি স্টোর করে তারপর সেটা প্রসেস করে। এখন এই স্টোর করা ডাটা যে পরবর্তীতে অপব্যবহার হবে না তার নিশ্চয়তা কি? আর এই প্রশ্ন থেকেই সন্দেহের সূত্রপাত। তাছাড়া ফেসএপ এর ডাটা সার্ভার ইউএস এর হলেও যেহেতু এটি রাশিয়ান কোম্পানী তাই কিছু প্রশ্ন থেকেই যায় আমেরিকা বা যুক্তরাজ্যের।
পক্ষান্তরে ফেসবুক কিন্তু এখনও প্রাইভেসী ইস্যুতে সম্পূর্ন নিরাপত্তা দিতে সক্ষম হচ্ছে না। অথছ আমরা সবচেয়ে বেশী ব্যক্তিগত তথ্য শেয়ার করি এই ফেসবুকেই।
“যেখানে কোন কিছু ফ্রীতে পাওয়া সেখানে ব্যক্তিগত তথ্যই হয়ে উঠে বিনিময় মূল্য।“
ইন্টারনেট জগতে আমাদের ডাটা কতটা সিকিউরড? আপনার হাতে থাকা এন্ড্রয়েড ডিভাইসটি সঠিক ভাবে ব্যবহার করতে গুগল একাউন্ট থাকা প্রয়োজন। এই গুগল একাউন্টে সংরক্ষিত থাকে আপনার অনেক ডাটা। তাছাড়া, অনেকক্ষেত্র আপনার লোকেশান ও মুভমেন্টেরও হিসাব রাখা হয় এতে।
তাই ইন্টারনেটে আমরা যখনই নিজের কোন ডাটা শেয়ার করব, তখন ধরে নিতেই হবে ডাটা কারো না কারো কাছে সংরক্ষিত থাকছে। তাই অনলাইনে নিজের তথ্য প্রদানের আগে নিজের তথ্যের নিরাপত্তার বিষয়টি ভেবে নেয়াটাই জরুরী।
ইউ আর জিনিয়াস ………..
ধন্যবাদ 🙂