ভাইরাসে আক্রান্ত পেনড্রাইভের ডাটা উদ্ধার করুন | হিডেন ফিক্সার
বিভিন্ন ভাইরাসের কারণে বিশেষ করে শর্টকাট ভাইরাসের কারণে আমাদের পেনড্রাইভের ডাটা অনেক সময় আমরা খুঁজে পাই না। অনেক সময় আমরা দেখি পেনড্রাইভে জায়গা ঠিকি নিয়েছে বাট ফাইল পাওয়া যাচ্ছে না। আপনি যদি এধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে আপনার জন্যই এই লেখাটি।

প্রথমে নোট প্যাড ওপেন করুন। তারপর নিচের কোডটি টাইপ করুন-
@echo off attrib -h -s -r -a /s /d K:\*.*
- কোডটুকুতে খেয়াল করলে দেখবেন K:\ দেয়া আছে। এটা আমার পেনড্রাইভের ড্রাইভ লেটার। আপনি যখন আপনার পেনড্রাইভটি লাগাবেন তখন মাই কম্পিউটার হতে আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটারটি দেখতে পাবেন। সেখান হতে ড্রাইভ লেটারটি নিয়ে K এর স্থলে বসান। বাকী সব ঠিক থাকবে।
- এবার নোটপ্যাডের File > Save As এ ক্লিক করুন।
- ফাইল নেমের জায়গায় লিখুন আপনার পছন্দ মত একটি নাম এবং শেষে লিখুন .bat । যেমন- sohag.bat
- এবার সেভ এজ টাইপে All files (*.*) সিলেক্ট করুন।
- তারপর ডেস্কটপ বা অন্য কোথাও সেভ করুন।
- এবার পেনড্রাইভ লাগিয়ে আপনার বানানো ফাইলটিতে ডাবল ক্লিক করুন। ব্যাস দেখতে পাবেন আপনার ফাইলগুলো।
সহজ পদ্ধতি-
আপনাদের সুবিধার্থে আমি কিছু .bat ফাইল বানিয়ে আপলোড করে দিলাম। আপনার পেনড্রাইভের যে ড্রাইভ লেটার সেই ব্যাট ফাইলটিতে ডাবল ক্লিক করুন পেনড্রাইভ লাগানো অবস্থায়।
এবার আসুন একটু বিস্তারিত ভাবে বিষয়টি জেনে নেই
ফাইল গুলো কেন হাইড হয়-
আমরা যখন পেনড্রাইভ কোন ভাইরাসে আক্রান্ত পিসিতে কানেক্ট করি তখন ভাইরাস আমাদের পেনড্রাইভে চলে আসে। শর্টকাট তৈরী করে এমন ভাইরাস গুলোই মূলত মেইন ফাইল ও ফোল্ডার হাইড করে শর্টকাট তৈরী করে। আর সেই শর্টকাট ওপেন করলে ফাইল বা ফোল্ডারটি ওপেন হয় ঠিকি তবে সাথে সাথে যেখানে ওপেন করেছেন সে পিসিতে ভাইরাস না থাকলে প্রবেশ করে। আর আমরা সাধারণত Folder and Search অপশনে গিয়ে হিডেন ফাইল শো করার যে পদ্ধতিটা জানি তাতেও ভাইরাসে হাইড করা ফাইল বা ফোল্ডার গুলো দেখা যায় না। তার কারণ হলো ভাইরাস শুধু মাত্র ফাইল হাইড-ই করে না সাথে সাথে ভাইরাস ফাইল বা ফোল্ডার গুলোকে সিস্টেম ফাইল বা ফোল্ডারে কনভার্ট করে ফেলে। যার ফলে আরেকটি অপশন ইউস করে আমাদের সিস্টেম ফাইল গুলো দেখতে হয়। ভাইরাসে হাইড করা ফাইল বা ফোল্ডারগুলো দেখতে চাইলে আমার আগের পোস্টটি ‘ভাইরাসের কারনে ফাইল / ফোল্ডার খুঁজে পাচ্ছেন না? হিডেন ফাইল গুলো দেখুন‘ পড়ে আসতে পারেন।
সিকিউরিটি টিপস-
- পেনড্রাইভে ডাবল ক্লিক করবেন না।
- পেনড্রাইভ লাগানোর পর অটোরান অপশন আসলে সেটি দিয়েও ওপেন করবেন না।
- উইন্ডোজ এক্সপ্লোরার (win+e) এর বাম পাশের প্যানেলের ফোল্ডার ও ড্রাইভ ট্রী হতে পেনড্রাইভ ব্রাউজ করুন।
- পেনড্রাইভের ভিতরে কোন ফাইল বা ফোল্ডারে ডাবল ক্লিক করার আগে খালি জায়গায় মাউসের রাইট বাটনে ক্লিক করুন।
- তারপর View > Details সিলেক্ট করুন। তাহলে আপনার ফাইল ও ফোল্ডার গুলোর টাইপ দেখতে পাবেন। যদি দেখেন কোন ফোল্ডারে টাইপ Application দেয়া তাহলে সেটি ওপেন করবেন না।
- অনেক সময় ইমেজ বা এমপি থ্রি এর আইকনেও ভাইরাস থাকতে পারে। এজন্য টাইপে খেয়াল করুন। যদি দেখেন ইমেজ বা এমপি থ্রি -র আইকন কিন্তু ফাইল টাইপ এপ্লিকেশান তাহলে ধরে নিতে পারেন সেটি ভাইরাস।
- অপরিচিত এপ্লিকেশন (*.exe) ফাইল ওপেন করবেন না।
কোড বিশ্লেষণ-
@echo off কোন লেখা দেখাবে না
attrib এট্রিবিউট
– এট্রিবিউট ক্লিয়ার
h হিডেন ফাইল এট্রিবিউট
s সিস্টেম ফাইল এট্রিবিউট
a আর্কাইভ ফাইল এট্রিবিউট
r রিড অনলি ফাইল এট্রিবিউট
/s প্রসেস ম্যাচ – কারেন্ট ও সাব ফোল্ডার
/d প্রসেস ফোল্ডার
*.* সকল ফাইল টাইপ
কোড এডিট-
@echo off attrib -h -s -r -a /s /d K:\
উপরের কোডটি দেখুন। *.* মুছে দিয়েছি। এটি মুছে দিলেও কাজ হয়।
@echo off attrib -h -s -r -a /s /d
উপরের কোডটি দেখুন। K:\*.* মুছে দিয়েছি। এক্ষেত্রে সেভ করা ফাইলটি পেনড্রাইভের ভিতর রাখতে হবে এবং তারপর ফাইলে ডাবল ক্লিক করতে হবে।
Title Hidden Fixer @echo off cls @echo Md. Foysal Hossain Sohag Pause attrib -h -s -r -a /s /d K:\*.* Pause
উপরের কোডে কিছু এক্সট্রা জিনিস এড করেছি। সেগুলো ব্যাখ্যা-
Title– উইন্ডো টাইটেল।
cls– ক্লিয়ার স্ক্রীণ।
pause– পজ, এন্টার প্রেস করা ছাড়া নেক্সট কোড রান হবে না। প্রথম পজটা হচ্ছে হিডেন ফাইল শো করার আগের পজ ও লাস্টের পজটা হচ্ছে উইন্ডো ক্লোজের আগে এন্টার প্রেসের জন্য।
অন্য কিছু পদ্ধতি-
আপনি চাইলে সেম কাজটি অন্যভাবেও করতে পারেন। এজন্য রান (Win+R) কমান্ডে টাইপ করুন cmd এবং এন্টার দিন। অথবা স্টার্ট মেনু হতে Command Prompt সিলেক্ট করুন। এবার আমরা যে কোডটুকু টাইপ করে sohag.bat নামে বা আপনার দেয়া অন্য নামে ফাইল সেভ করেছিলাম সে কোডের দ্বিতীয় লাইনটি টাইপ করে কী-বোর্ড হতে এন্টার দিন। ব্যাস কাজ হয়ে যাবে। বার বার টাইপ করা লাগে বিধায় আপনাদের শর্টকাট সিস্টেম দেখিয়েছি আগেই।
ভিডিও টিউটোরিয়াল-
আপনাদের কাজের সুবিধার্থে ভিডিও টিউটোরিয়ালও দিয়ে দিলাম-
ধন্যবাদ।