সেরা পাঁচ ফ্রী বিজনেস কার্ড মকআপ – বোনাস টিপস
শুধু বিজনেস কার্ড ডিজাইন অনেকের আয়ের একমাত্র উৎস। আর বিজনেস কার্ড ডিজাইন করার পর সেটাকে উপস্থাপন করতে প্রয়োজন একটা সুন্দর মকআপ। আর তাই সেরা পাঁচ ফ্রী লোগো মকআপ – বোনাস টিপস পোস্টটি আপনাদের ভাল লাগায় সেরা পাঁচ ফ্রী বিজনেস কার্ড মকআপ – বোনাস টিপস নিয়ে হাজির হলাম আবার।
প্রতিটা কোম্পানির নিজস্ব একটা থিম থাকে। যেটার উপর বেজ করেই বিজনেস কার্ড করতে হয়। সর্বশেষ এক ডিজাইন হাউজ আমাকে একটা বিজনেস কার্ড ক্লোন করতে দিল। মানে একটা ব্যাংকের একজনের বিজনেস কার্ডের মত সেই ব্যাংকের আরেকজন বিজনেস কার্ড করবে। এখন সমস্যা হল, লোগো অনলাইনে সার্চ দিয়ে পাই নি। এতই লো কোয়ালিটি যে সেটার ভেক্টর করতে অনেক টাইম লাগবে। খেটে আসলে পোষাবে না। তাছাড়া কার্ডের নিচে একটা আর্ট ছিল। যেটা করা ইম্পসিবল। যে বিজনেস কার্ড করেছে এর আগে সে নিজেও ওটা ডিজাইন করে নি এটা সিউর কারন, নরমালি আপনি যখন নীলক্ষেত বা এই ধরনের কোথাও হতে বিজনেস কার্ড ডিজাইন করাবেন তারা ডিজাইনে সর্বোচ্চ পাঁচ মিনিট সময় দিবে। কারন সব তাদের আগে থেকেই করা থাকে।
তো আমার তো আগে থেকে কিছু করা নেই এখন কি করব? বিজনেসের স্টুডেনট্ হওয়ার সুফল পেয়েছি এটা করতে এসে। ডাউনলোড দিলাম ব্যাংকের এনুয়াল রিপোর্ট। একটা চার বছর আগের আরেকটা গত বছরের। চার বছর আগের এনুয়াল রিপোর্টে পেলাম সেই আর্ট ও ভেক্টর লোগো ! ব্যাস কাজ শেষ। আশা করি যখন এধরনের সমস্যায় পরবেন আমার মত ট্রিক ফলো করবেন।
আমাদের কম্পিউটার ক্লাবের প্রথম ও নতুন ফাইল হোস্টিং পার্টনার হলো গ্যালাক্সি আপলোড। গ্যালাক্সি হোস্টের কল্যাণেই এবারের পোস্টের সব লিংক গুলো ডিরেক্ট লিংক। গ্যালাক্সি হোস্টে আপনিও চাইলে আপনার ফাইল হোস্ট করতে পারেন।
আমাদের ব্লগের সব ফাইলের পাসওয়ার্ড সবসময় www.computerclubbd.com
০১। বিজনেস কার্ড মকআপ ভলিউম ০১ – পিক্সইডেন

০২। ফ্রী বিজনেস কার্ড মকআপ বাই ম্যাক্রোক্রোম্যাটিক

০৩। ফ্রী বিজনেস কার্ড মকআপ বাই এসবিনডিজাইন

০৪। ফ্রী মকআপ ফর বিজনেস কার্ড

০৫। ব্লাক মিডল বিজনেস কার্ড মকআপ
