টেকনোলজি বেসিক ডেস্কটপ এপ্লিকেশান
টেকনোলজি বেসিক ( http://technologybasic.com ) সাইটি গড়ে তোলা হয়েছে কম্পিউটার সায়েন্স স্টুডেন্টদের টেকনোলজি জগতে বিভিন্ন শাখা সম্পর্কে সম্যক সংক্ষিপ্ত ধারনা বাংলাতে দেয়ার জন্য। এটি এমন একটি প্ল্যাটফরম যেখানে ১০০০ এর চেয়েও বেশি টেকনোলজি টার্মের উপর বেসিক কনসেপ্ট দেয়ার চেষ্টা করা হয়েছে। সাথে সাথে উইকিপিডিয়া স্টাইলে যুক্ত করা হয়েছে ছবি ও ব্যাকলিঙ্ক, যাতে ভিজিটররা প্রতিটি ওয়ার্ড খুব সহজেই বুঝতে পারে। আপনি এখানে টেকনোলজির প্রতিটি ওয়ার্ডেরই ব্যাখ্যা পাবেন।
পরবর্তীতে টেকনোলজিবেসিক সাইটের টার্ম গুলো যাতে অফলাইনে বিস্তারিত পড়া যায় সেই উদ্দেশ্য থেকে একটি TechnologyBasic Desktop App তৈরি করা হল। বর্তমানে এর ভার্সন ১.০। এপ্লিকেশনটি তৈরি করা হয়েছে সি প্লাস প্লাস কিউট ফ্রেমওয়ার্কের সাহায্য।
এর সোর্সকোড – গিটহাবে।
আপনি চাইলে এপ্লিকেশনের যে কোন পরিবর্তন বা পরিবর্ধন করতে পারেন। অথবা নতুন কোন ফিচার পরামর্শ বা এপ্লিকেশনে কোন বাগ থাকলে জানাতে পারেন।

ডেক্সটপ এপ্লিকেশনে কাজ করেছেন –
পূর্বে অনলাইন ভার্সন তৈরির ক্ষেত্রে যারা কাজ করেছিল –
- Mashpy Says, NSTU
- Minhazul Haq Shawon , RUET
- Nabil Ahmed, NSTU
- Sazzad Hossain, NSTU
- Pavel Fahmi, NSTU
- Fahmida Poly, NSTU
- Foysal Hossain Sohag, NUB
অনেক ধন্যবাদ সোহাগ ভাইয়া। কাজে লাগবে অবশ্যই।
কষ্ট কইরা বানাইসেন কাজে তো লাগতেই হইবো। আমি আমার নাম এইখানে দেইখা মজা পাইছি 😛 এই প্রজেক্টটা না হইলে আপনার সাথে আর পরিচয় হইতো না। বলতে পারেন এইটা নেট জগতের আমার টার্নিং পয়েন্ট। কারন আপনাদের মত মেধাবীদের সাথে পরিচয় হইতো না তাইলে। এই প্রজেক্টের সময় মাসপি ভাই বলছিলো আমারে ভাল কইরা এইচএসসি দেয়ার জন্য বাট আমি যে সেটা শেষ কইরা ফেলছিলাম বুঝতে পারে নাই

আপনার বাসায় আবার খাইতে ইচ্ছা করতেসে। কবে যে যাইতে পারবো। বিশাল একটা প্রয়োজন ছাড়া যদিও যাওয়া হবে না। আশা করি প্রয়োজনটা শীঘ্রই হবে
মিনহাজের বিয়েতে দাওয়াত পাবা…এত চিন্তা কিসের?
খাইছে !!!
হুম যাই হোক মজা কইরা খাওয়া যাবে…
ছেলে বড় হইছে যে ভুলেই গেছিলাম…
হুম সোহাও ও বড় হয়েছে
কিযে বলেন আমি এখনও কত ছোট। আগে তো বিয়ার দাওয়াতে খাই। তারপর বড় হবার কথা ভাইবা দেখা যাইবো..
সেটাই, এখন সব খাওয়ালে পরে কি খাবেন?