মোবাইলের জাভা গেমস খেলুন আপনার পিসিতে, Play Java Mobile Games in PC
মোবাইলের জাভা গেমস এখন হতে খেলতা পারবেন আপনার পিসিতে শুধুমাত্র ছোট একটি সফটওয়্যার ইন্সটলের মাধ্যমে। আর দেরী না করে শুরুকরে দিন পিসিতে মোবাইল গেমস খেলা।

মোবাইল গেমস খেলেননি এমন মানুষ খুঁজে কম পাওয়া গেলেও মোবাইল গেমস পিসিতে খেলেছেন এই মানুষের সংখ্যা অনেক অনেক কম। কারন? হ্যাঁ প্রথম কারন হল অনেকের পিসি নাই 😛 তারপরে যাদের আছে তাদের মধ্যেই অনেকে জানেন না।
যাই হোক কিভাবে মোবাইলের জাভা গেমস আপনারা আপনাদের পিসিতে খেলবেন সেটা আপনাদের বলছি। এজন্য আপনাকে ছোট একটি সফটওয়্যার পিসিতে ইন্সটল করতে হবে। সফটওয়্যারটির নাম PC Java Emulator installer (2.51 MB)
তবে তার আগে একটা কথা আছে। সেটা হল এই সফটওয়্যারটি চালাতে হলে আপনার পিসিতে অবশ্যই Java Runtime Environment সফটওয়্যারটি ইন্সটল করে রাখতে হবে। এখন ভাবতে পারেন এতো ঝামেলা করব? হ্যাঁ করবেন তবে সেটা ঝামেলা না। কারন অনেক সাইটে ভিজিট করতে হলে এইসফটওয়্যার ইন্সটল করা থাকতে হয় পিসিতে। তাই এই সফটওয়্যারটি অনেক গুরুত্বপুর্ণ। তাছাড়া অনেক সফটওয়্যার চালাতে হলেও এইসফটওয়্যার থাকতে হয় পিসিতে।
অফিসিয়াল ডাউনলোড লিংক:
PC Java Emulator installer (2.51 MB)
সাইটে এসে অনেক প্রয়োজনীয় বিষয় জানা হল। ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ 🙂
Vai tewnty nine game ta to dawnlod hoy na plz help me
লিংক ঠিক আছে। আবার ট্রাই করুন। অথবা স্ক্রীনশট দিন ডাউনলোড করতে গেলে কি দেখায়…
ধন্যবাদ…