পেনড্রাইভ কে বুটেবল করুন
পেনড্রাইভ কে বুটেবল করার জন্য অনেক টুল রয়েছে। আবার টুল ছাড়াও বুটেবল করা যায়। তবে আমি আপনাদের একটি ছোট্ট টুলের সাথে পরিচয় করিয়ে দিবো। অন্যন্য টুলের মত এতে বিরক্তিকর কোন অপশন নেই। শুধু আইএসও ফাইল চিনিয়ে দিন। আর পেনড্রাইভ লাগানো থাকলে সেটি অটোমেটিকই সেট হয়ে যাবে। তারপর জাস্ট কয়েকটা ক্লিক আর কিছুক্ষণ ওয়েট। ব্যাস বুটেবল।
প্রথমেই এখানে ক্লিক করে উইন টু বুটিক – WiNToBootic সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। এটি একটি পোর্টেবল সফটওয়্যার। জিপ করা ফাইলটি এক্সট্রাক্ট করুন। তারপর WiNToBootic.exe ফাইলটি রান করুন তাহলে নিচের ইমেজের মত একটি উইন্ডো দেখতে পাবেন।

এবার Drop Source or Click এ ক্লিক করে আপনি আপনার উইন্ডোজের ISO ফাইলটি বা ডিভিডি বা সোর্স ফোল্ডার সিলেক্ট করে দিন। আমি উইন্ডোজ সেভেনের আইএসও নিয়েছি। আর পেনড্রাইভ লাগানো ছিল তাই সেটা অটোমেটিক সিলেক্ট হয়ে আছে। আপনি চাইলে সেটি পরিবর্তন করতে পারবেন। তারপর Quick Format চেক বক্সটি চেক করে দিন এবং Do it! বাটনে ক্লিক করুন।

আপনি পেনড্রাইভ ফরমেট করতে চান কিনা সেটার একটা মেসেজ আসবে। সেখানে আপনি OK বাটনে ক্লিক করুন।

তারপরে আবার ওয়ার্নিং দিলে এবারও ওকে বাটনে ক্লিক করুন।

ব্যাস আপনার পেনড্রাইভটি বুটেবল হওয়া শুরু করবে।

কিছুক্ষন পড় নিচের ইমেজের মত উইন্ডোটি দেখালে ধরে নিবেন আপনার পেনড্রাইভ বুটেবল হয়ে গেছে। এবার থ্যাংকস বাটনে ক্লিক করুন।

ব্যাস আপনার পেনড্রাইভ বুটেবল হয়ে গেলো।
আসুন উইন টু বুটিক এর ফিচার সম্পর্কে জেনে নেই-
- উইন্ডোজ এইট / সেভেন বুট ডিস্ক মেকার
- বুটেবল ইউএসবি ফ্লাশ বা হার্ডডিস্ক
- সাপোর্ট উইন্ডোজ ইন্সটলেশান ও পোর্টেবল বুট ডিস্ক
- বুট ডিস্ক সোর্স হিসবে আইএসও, ডিভিডি ও ফোল্ডার ইউজ
- ফাস্ট
- স্ট্যান্ডএলোন