ইংকস্ক্যাপ – ওপেন সোর্স ভেক্টর গ্রাফিক্স এডিটর
ইংকস্ক্যাপ হচ্ছে একটি ওপেন সোর্স ভেক্টর গ্রাফিক্স এডিটর। এটি দিয়ে ইলাস্ট্রেটর, কোরেল ড্র এর মত W3C এর স্ট্যান্ডার্ড অনুযায়ী SVG ফাইল ফরমেট নিয়ে কাজ করতে পারবেন। এটি প্রায় অনেক ধরনের এডভান্স SVG ফিচার সাপোর্ট করে। যেমন- আলফা ব্লেন্ডিং, ক্লোন, মার্কার্স ইত্যাদি। এটি ব্যবহার করা অনেক সহজ। এটি পিডিএফ, উইন্ডোজ মেটা ফাইল, গিম্প সহ আরো অনেক ফাইল টাইপ সাপোর্ট করে।
লোগো, ক্লিপ আর্ট যারা তৈরী করে থাকেন তাদের একটু বেশী উপকারে আসবে এই সফটওয়্যারটি। এটি উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স আপনি ইউস করতে পারবেন। তাহলে বুঝতেই পারছেন যে আপনাকে আলাদা আলাদা অপারেটিং সিস্টেমের জন্য আলাদা আলাদা এডিটর ব্যবহার করতে হবে না।
