ক্ল্যামেন্টাইন মিউজিক প্লেয়ার ডাউনলোড করুন | Download Clementine Music Player
অসাধারন একটি অডিও প্লেয়ার হচ্ছে ক্ল্যামেন্টাইন। এতে পাবেন অনেক সুন্দর সুন্দর অডিও ও ভিজ্যুয়াল এফেক্ট। বৃষ্টি পড়ছে বাইরে আর আপনি গান শুনছেন। অনুভূতিটা কেমন? সত্যিই অসাধারণ। এই অসাধারণ জিনিটিই পাচ্ছেন এই ক্ল্যামেন্টাইন অডিও প্লেয়ারে।

আসুন এবার জেনে নেই ফিচার সমূহ-
- আপনার পিসির মিউজিক লাইব্রেরী হতে মিউজিক সার্চ ও প্লে করতে পারবেন।
- ইন্টারনেট রেডিও শুনতে পারবেন Spotify, Grooveshark, Last.fm, SomaFM, Magnatune, Jamendo, SKY.fm, Digitally Imported, JAZZRADIO.com, Soundcloud, এবং Icecast হতে।
- গুগল ড্রাইভে আপনার আপলোড করা গানগুলো সার্চ ও প্লে করতে পারবেন।
- স্মার্ট ও ডায়নামিক প্লেলিস্ট তৈরি করতে পারবেন।
- ট্যাবড প্লেলিস্ট, ইম্পোর্ট এক্সপোর্ট M3U, XSPF, PLS এবং ASX.
- CUE শিট সাপোর্ট।
- অডিও সিডি প্লে।
- projectM হতে ভিজ্যুয়ালাইজেশান।
- লিরিক ও আর্টিস্ট বায়োগ্রাফি ও ফটো।
- MP3, Ogg Vorbis, Ogg Speex, FLAC বা AAC এ মিউজিক ট্রান্সকোড।
- MP3 and OGG ফাইলের ট্যাগ এডিট, মিউজিক অর্গানাইজেশান।
- মিসিং ট্যাগগুলো MusicBrainz হতে ফেচ করা।
- Podcasts ডিস্কভার ও ডাউনলোড।
- Last.fm and Amazon হতে মিসিং এলবাম কভার ডাউনলোড।
- ক্রস প্লাটফর্ম- Windows, Mac OS X and Linux এ কাজ করবে।
- Linux (libnotify) and Mac OS X (Growl) ডেস্কটপ নোটিফিকেশান।
- রিমোট কন্ট্রোল Wii Remote, MPRIS or the command-line ব্যবহার করে।
- iPod, iPhone, MTP বা mass-storage USB player এ মিউজিক কপি করা।
- কিউ ম্যানেজার।
এবার আসুন বৃষ্টি বর্ষণ করি। যদিও বাস্তবে তা করার ক্ষমতা নেই তারপরও বৃষ্টির এফেক্টটা তো দেয়া যেতে পারে। গানের মধ্যে এই বৃষ্টির এফেক্ট দেয়ার জন্য Extras মেনুতে ক্লিক করে Rain সাব মেনুতে ক্লিক করুন। এবার শুনুন বৃষ্টির এফেক্ট।
সফটওয়্যারটির লেটেস্ট ভার্সন ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ফিচারে লেখাই আছে, তারপরও বলে দিচ্ছি, এটি আপনি লিনাক্স, উইন্ডোজ ও ম্যাক – এও ব্যবহার করতে পারবেন।
ভাল সফটওয়্যার। ধন্যবাদ।
আপনে না বললে তো এই চরম মজার জিনিসটা খুঁজেই পেতাম না 🙂 তাই আপনাকে ধন্যবাদ 🙂
আরেকবার ধন্যবাদ সোহাগ ভাইয়া। কাজে লাগবে।
আরো একবার ওয়েলকাম !