সি সি ওয়েব মাস্টার এর ভার্সন ২ ডাউনলোড করুন, CC Web Master V2
সি সি ওয়েব মাস্টারে নতুন ভার্সন তাড়াতাড়ি বের করার ইচ্ছা থাকলেও তা বের করতে দেরী হয়ে যায়। কিছু নতুন কোড এড করা হয়েছে নতুন এই ভার্সনে। আগের ভার্সনে মোট তিন ধরনের কোড জেনারেট করার সিস্টেম থাকলেও নতুন এই ভার্সনে আগের তিনটি সহ আপনি মোট ১০ ধরনের কোড জেনারেট করতে পারবেন।

এক নজরে দেখে নেই সিসি ওয়েব মাস্টার এর ফিচার সমূহ:
কোড জেনারেটর:
- Flash Embed
- Link Maker
- Add Image
- Marquee Text
- Blink Text
- Animated Site Title
- Custom Search Engine
- Java Codes
- Disable Right Click
- Disable Text Selection
- Last Visit
অন্যান্য:
1 Click Code Copy Button
1 Click Reset Button
On Top Window System
Live Help
এটি ব্যবহার করা একেবারেই সহজ। প্রয়োজনীয় ইনফো দিয়ে View Code এ ক্লিক করলেই কোড দেখা যাবে এবং Copy All এ ক্লিক করলে কোডটি ক্লিপবোর্ডে কপি হয়ে যাবে। তারপর যেখানে কোডটি দিতে চান সেখানে গিয়ে কোডটি পেস্ট করলেই হবে।
সংক্ষিপ্ত ভাবে কোনটির কি কাজ বুঝিয়ে দিচ্ছি:
Flash Embed
কোন প্লাগিন ছাড়াই ওয়ার্ডপ্রেস বা জুমলা বা অন্য কোন প্লাটফর্মে ফ্লাশ ফাইল শো করার জন্য কোড পাওয়া যাবে এইটিতে।
Link Maker
টেক্সটকে লিংক হিসেবে ইউজ করার কোড জেনারেট করা হয় এটি দিয়ে।
Add Image
কোথাও আপলোড করা ইমেজ অন্য কোথাও দেখার জন্য এটি দিয়ে কোড জেনারেট করা হয়।
Marquee Text
বামে থেকে ডানে বা ডানে থেকে বামে টেক্সট চলে যাবার (ট্রেনের মত) কোড বের করা হয় এটি দিয়ে।
Blink Text
টেক্সট মিটমিট করার কাজে এখান থেকে কোড জেনারেট করা হয়।
Animated Site Title
সাইটের টাইটেলের টেক্সট এনিমেটেড করতে হলে এখান থেকে কোড জেনারেট করা যাবে।
Custom Search Engine
আপনার সাইটে নির্দিষ্ট কোন সাইটের ইয়াহু গুগল ও বিং সার্চ ইঞ্জিন একসাথে, একটি সার্চ বক্সে বসাতে চাইলে এখান থেকে কোড জেনারেট করতে হবে।
Java Codes
৩টি জাভা কোড দেয়া হয়েছে। পরবর্তি ভার্সনে আরো দেয়া হবে।
Disable Right Click
এই কোডটি আপনার সাইটে পেস্ট করলে ভিজিটর মাউসের রাইট ক্লিক করতে পারবে না। কপি পেস্ট প্রতিরোধে এটি অনেক উপকারী।
Disable Text Selection
এটি সাইটে পেস্ট করলে টেক্সট সিলেক্ট করতে দেয় না। কপি পেস্ট প্রতিরোধে এটিও অনেক উপকারী।
Last Visit
কোন ভিজিটর আপনার সাইটে সর্বশেষ কবে ভিজিট করেছেন সেটি দেখাতে এই কোডটি ইউজ করুন।
স্ক্রীন শট:

আশা করি এটি সকলের উপকারে আসবে।
ডাউনলোড লিংক
বি: দ্র:
- আমি প্রোগ্রামার না। দুই তিন লাইন কোড এসএসসি তে কমার্স গ্রুপ এর ফোর্থ সাবজেক্ট কম্পিউটার শিক্ষা-র পাঞ্জেরী গাইড হতে শিখেছিলাম। তাই প্রোগ্রামারগণ কমেন্ট করার আগে একটু ভেবে নিবেন।
- অনেক এক্সপার্টগণ কপিপেস্ট রোধে যেই দুইটি কোড দিয়েছি সেগুলো নিয়ে এক ধরণের মন্তব্য করতে পারেন। সেটি আমি জানি কিন্তু বলতে চাচ্ছি না। তাই সেটি না বলাই ভাল।
- মন যা চায় তা কখনও করতে পারি না। তারপরেও এটি সম্পর্কে আপনাদের যেকোন উপদেশ, ভাল লাগা, খারাপ লাগা জানাবেন। আপনার মন্তব্যের প্রতি সবসময় শ্রদ্ধাশীল থাকব।
- শুধু আমার পোস্টে নয়, যেকোন লেখকের পোস্ট বা কাজের ভুল ধরিয়ে দিয়ে তাকে উপকৃত করুন।
- এটি চালাতে না পারলে নিচে কমেন্ট করুন। বা কম্পিউটার ক্লাব বিডি গ্রুপে যোগাযোগ করুন।
- আগের ভার্সনের পোস্টটি পড়তে চাইলে এখানে ক্লিক করুন।
এই পোস্টটি আপনার ব্লগে কপি করতে পারেন।
Bhai khub darun..asa kori future a aro new kiso add korben.
নিউ ভার্সনের কাজ অর্ধেক করে ফেলে রেখেছি অনেক দিন ধরে। লিনাক্স এবং উইন্ডোজ দুটো অপারেটিং সিস্টেমের জন্য বের করবো…
আশা করি শীঘ্রই আবার কাজে হাত দিবো 🙂
Pingback: এইচটিএমএল লিংক ক্রিয়েটর ডাউনলোড করুন এবং সোর্স | Download HTML LINK CREATOR by COMPUTER CLUB BD with Source | কম্পিউটার ক্লাব