অনলাইন ব্রেক ইভেন এনালাইসিস টুল
সম আয় ব্যয় বিন্দু সে তো ছোট বেলায় শিখেছি, কিন্তু তাতে কি। এটি তো সারাজীবন কাজে আসবে। ধরুন আপনার কোম্পানী মোবাইল ফোন তৈরী করে, এখন কত ইউনিট সেল করলে আপনার লাভ ও লসের পরিমান ০টাকা হবে সেটা ক্যালকুলেট করাই হলো ব্রেক ইভেন পয়েন্ট বা সম আয় ব্যয় বিন্দু। শুধু আমরা ব্রেক ইভেন পয়েন্টই বের করবো? না, তা নয়। আমাদের তো এটাও জানা লাগবে কত টাকার সেল হলে আয় ব্যয় ০ হবে সহ আরো কিছু প্রশ্নের সমাধান। সেটিই আজকে অনলাইন টুল ইউজ করে মুহূর্তেই জেনে নিবো।
এসাইনমেন্ট সব সময় টাইপ করেই দেই। সেটা ম্যাথম্যাটিকস হোক আর যেটাই হোক, তাই হাতের লেখার তো বাড়টা বেজে গেছে না লেখতে লেখতে সেটা এই সেমিস্টারের বাধ্যতামূলক হাতে লেখা এসাইনমেন্টেই প্রমান পেয়েছি। তো এই ব্রেক ইভেন পয়েন্টের ডায়াগ্রামতো আর ওয়ার্ডে বানানো যায় না। না হয় বানালাম বাট সেটার একুরেসীটা কতটুকু? খালি চোখে বোঝা যাক আর না যাক একুরেট জিনিসটা দিতে গিয়েই একটা টুল খুঁজে পেয়েছি। আর প্রেজেন্টেশানে গ্রাফের স্ক্রীনশট বসিয়ে দিয়েছি।
Break-even Analysis Tools by Harvard Business School Publishing
প্রথমেই উপরের লিংকটিতে ক্লিক করুন। তাহলে একটি পেজ আসবে। সেখানে চারটি ট্যাব আছে। ওখান হতে আমরা Tools ট্যাবে ক্লিক করবো।

টুলস ট্যাবের আন্ডারে তিনটি সেকশান আছে। Costs, Break-even ও Break-Even Results। কস্ট হচ্ছে আপনার ইনপুট সেকশান। ওখানে ইনপুট দিলেই অটোমেটিক ব্রেক ইভেন গ্রাফ ডান পাশের সেকশানে দেখাবে সাথে সাথে নিচে সেটার রেজাল্ট ও বিস্তারিত বর্ণনা পাবেন। আশা করি যারা বিজনেসের স্টুডেন্ট তারা বুঝে গেছেন বাকী সব, যদিও বাকী কিছুই নেই।
আপনি চাইলে এই পেজের প্রিন্ট অপশন ব্যবহার করে প্রিন্ট বা স্ক্রীনশট নিয়ে অন্য কোথাও ইউজ করতে পারেন।