ওয়াইফাই এর মাধ্যমে ফাইল ট্রান্সফার করুন একই নেটওয়ার্কের পিসি ও এন্ড্রয়েড চালিত স্মার্টফোন বা ট্যাবলেটের মধ্যে
বাসায় তো একটা ওয়াইফাই রাউটার আছে। সেটা দিয়েই চলে পিসি, মোবাইল ও অন্যান্য ডিভাইস। তবে কেন পিসি ও মোবাইলে ডাটা আদান প্রদান করার জন্য ডাটা ক্যাবল লাগাতে হবে? আসলেই এর কোন প্রয়োজন নেই। আমরা চাইলে খুব সহজে মাত্র একটা এপ এন্ড্রয়েড ডিভাইসে ইন্সটল করে ওয়াইফাই এর নেটওয়ার্ক (lan) ইউজ করে পিসির সাথে ফাইল আদান প্রদান করতে পারি। এই পোস্টটি আপনার জন্য কিনা সেটা বোঝার জন্য সহজে কিছু পয়েন্ট নিচে তুলে ধরছি-
- আপনার এন্ড্রয়েড স্মার্টফোন বা ট্যাবলেট, রাউটার ও একটি পিসি আছে।
- রাউটারের বদলে ল্যাপটপে হটস্পট অন থাকলেও হবে, মোট কথা, একই নেটওয়ার্কে থাকতে হবে উভয় ডিভাইস।
- আপনি ওয়াইফাই এর মাধ্যমে ব্লুটুথের থেকে বেশী স্পীডে ডাটা পিসি ও এন্ড্রয়েড ডিভাইসের মধ্যে আদান প্রদান করতে চান।

যদি আপনি উপরের তিনটি পয়েন্টের সাথে একমত হন, তার মানে এই পোস্টটি আপনার জন্যই। এখন আসুন দেখে নেই কিভাবে আমরা ওয়াইফাই এর মাধ্যমে খুব সহজেই হাই স্পীডে ডাটা আদান প্রদান করতে পারবো পিসি ও এন্ড্রয়েড স্মার্টফোন বা ট্যাবলেটের মধ্যে।
ধাপ ১: প্রথমেই ওয়াইফাই ফাইল ট্রান্সফার সফটওয়্যারটি প্লে স্টোর হতে ইন্সটল করে নিন। এজন্য প্লে স্টোরে গিয়ে এপটির নাম WiFi File Transfer লিখে সার্চ দিন (01)। এটির সাইজ অনেক কম। মাত্র 725 কিলোবাইট। আর যদি ওয়াইফাই ফাইল ট্রান্সফারের প্রো ভার্সন ইউজ করতে চান তাহলে Wifi File Transfer Pro এই লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন। প্রো ভার্সনে ফাইল আপলোডের লিমিট নেই, বাট ফ্রীতে সর্বোচ্চ পাঁচ মেগা পর্যন্ত ফাইল আপলোড করা যায়। তাই প্রো ভার্সনটাই নামাতে পারেন।
ধাপ ২: এবার আপনার মোবাইলের ওয়াইফাই কানেকশানটি অন করুন। তারপর আপনার পিসি যদি রাউটারের সাথে ওয়াইফাই দিয়ে কানেক্ট হয় তাহলে সেটার ওয়াইফাই অন করুন। আর যদি ক্যাবল হয় তাহলে তো কানেকশান করাই আছে।

ধাপ ৩: এবার মোবাইল হতে এপটি ওপেন করুন ও Start বাটনে ক্লিক করুন (02)। তাহলে একটি আইপি এড্রেস পোর্ট সহ পাবেন (03)। সেটা আপনার পিসির ওয়েবব্রাউজারের এড্রেস বারে দিয়ে ভিজিট করুন। আর মোবাইলে ওকে বাটনে প্রেস করুন (03)।
ধাপ ৪: ব্যাস কাজ শেষ এবার পিসির ওই ওয়েব ব্রাউজার ইউজ করেই ফাইল আদান প্রদান করতে পারবেন হাই স্পীডে।
ধাপ ৫: ফাইল ট্রান্সফার অফ ক্লোজ করতে চাইলে আপনার এন্ড্রয়েড ডিভাইসটির ওয়াইফাই ফাইল ট্রান্সফার উইন্ডোর Stop বাটনে ক্লিক করুন (04)।

এটির ফ্রী ভার্সনে পাঁচ মেগাবাইটের উপর ফাইল আপলোড করা যায় না। কিন্তু ডাউনলোড করা যায় পিসিতে (এন্ড্রয়েড ডিভাইস) হতে। তবে আপনাদের জন্য প্রো ভার্সনটিও দিয়ে দিচ্ছি। প্রো ভার্সনটি আমি নিজে চেক করেছি। এবং ফাইল আপলোড করেও চেক করেছি। নিচের লিংকটিতে ক্লিক করে ডাউনলোড করে নিন ওয়াইফাই ফাইল ট্রান্সফার প্রো ফুল ভার্সন।
আপনি চাইলে সেটিংস এ গিয়ে পাসওয়ার্ড দেয়া সহ ব্রাউজারে যে পেজটি দেখা যায় সেটি কাস্টমাইজ করা সহ অনেক কাজ করতে পারবেন।
ধন্যবাদ।
সার্চ স্ট্রীং:
অনেক ভাল আর্টিকেল 🙂 তবে আমি Airdroid ইউজ করি। ফ্রি ও অনেক কাজ একসাথে করা যায়
Airdroid ইন্সটল করার সময় হয় নি মোবাইলে স্পেস কম থাকার কারনে, তাই একটা ইন্সটল করছি 😛
ভাল ফোন নেন :3 HTC One M8


মোবাইল দিয়ে পিসি তে , মাউস বা কি – বোর্ড হিসেবে ব্যবহার করতে কি করতে হবে।
এটা দেখতে পারেন-
https://play.google.com/store/apps/details?id=com.hungrybolo.remotemouseandroid&hl=en