Real Drum এন্ড্রয়েড মোবাইলের জন্য
হ্যাল্লো বন্ধুরা!!! কেমন আছেন??? আশা করি ভালই। আজো কিন্তু আমি Android এর App নিয়ে এসেছি। আমি জানি অন্যরা হয়তো আমার উপর ক্ষেপে আছেন যে ভাইয়াটা শুধু Android নিয়ে লিখেন কেনো ? Symbian আর Java নয় কেনো? আসলে নতুন Android কিনেছি। দেখাতে হবে না সবাই কে ? 😛 যাই হোক। আপনারা অপেক্ষা করুন। আমি সব ধরনের মোবাইল নিয়ে লিখবো।
আমাদের মধ্যে অনেকেই আছেন যারা সংগীত নিয়ে আগ্রহী। আজ আমি তাদের জন্য নিয়ে এসেছি Full Drum Set. হয়তো অবাক হচ্ছেন তাই না? অবাক হওয়ার কিছুই নেই। আসলে এটি একটি সফটওয়্যার যার মাধ্যমে আপনি ড্রাম বাজাতে পারবেন।

এর Feature গুলো আমি নিচে লিখে দিলামঃ
- Multitouch
- 13 Drum Pads
- Complete Acoustic Drum kit
- Studio Audio Quality
- Instrument like Kick, Bass, Snare, Tom, Floor, Cymbal, Hi-Hat, Ride, Crash and Splash
- A Real Drum Set
- Works with all screen resolutions- Cell Phone and Tablet (HD)
মজার ব্যাপার কি জানেন?? এতো কিছু থাকা সত্তেও এটি সম্পুর্ণ ফ্রী!!!!
ডাউনলোড লিঙ্ক (https://play.google.com/store/apps/details?id=br.com.rodrigokolb.realdrum&hl=en)