PicSay Lite – ফটো এডিটর – এন্ড্রয়েড
স্ক্রীনশট এডিটের জন্য সবচেয়ে ভাল ডেস্কটপ টুল গুলোর একটি হলো Snagit। এন্ড্রয়েড স্মার্ট ফোনের জন্য এরকম হুবহু না হলেও কাছাকাছি একটি টুল খুঁজছিলাম অনেক দিন ধরে। তাই সেটি পাবার পর শেয়ার করছি আপনাদের সাথে।

সফটওয়্যারটির নাম PicSay Lite । এটি ব্যবহার করা একেবারেই সহজ। শুধু Get a Picture বাটনে ক্লিক করে পিকচার সিলেক্ট করে দিয়ে এবার নিজের মন মত এডিট করে নিন। এই ফটো এডিটরের মাধ্যমে আপনি যে যে সুবিধা পাচ্ছেন তা হল-
Special Function-
- Distort
- Spotlight
- Marker
- Pixelize
Adjustments-
- Exposure
- Contrast
- Temperature
Effects-
- Colorize
- Hue
- Rainbow
- Sepia Toning
- Invert
- Dizziness
এছাড়াও এতে আছে স্টিকার বসানোর সুবিধা। যেমন-
- Word Balloon
- Title
- Hats & Helmets
- Eyes & Eyewear
- Hair
- Romance
- Celebrations
- Basic Shapes
- Signs & Symbols
ডাউনলোড লিংক: গুগল প্লে –
এটি একটি ফটো এডিটর হলেও এটির ফাংশন গুলো সাধারনত যারা টিউটোরিয়াল লিখে থাকেন, স্ক্রীনশট তুলে সেখানে মার্কিং করে থাকেন তাদের জন্য একটি অসাধারণ টুল হিসেবে কাজে আসবে।