এন্ড্রয়েড মোবাইলের জন্য ফাইল ম্যানেজার – X-Plore File Manager
হেলো বন্ধুরা! কেমন আছেন?? গত পোষ্টটি কেমন লেগেছে ?? একটু আগে ফয়সাল ভাই বললেন আমাকে এন্ড্রয়েড এর File-Manager এর কথা। আসলে আমি এটার কথা মাথায় এ ছিল না। আমি যত পোষ্ট লিখার কথা তার মধ্যে এটি ছিল না।

অযথা কথা বাড়িয়ে লাভ নেই, এখন মূল কথায় আসা যাক। আমরা অনেকে সিম্বিয়ান ব্যবহার করেছি। সিম্বিয়ান এর File-Manager এর কথা বলতে গেলে প্রথমেই বলতেই হয় X-Plore এর কথা। এটি Lonely Cat Games নামের একটি বড় কোম্পানির। তারা কিন্তু আমাদের এন্ড্রয়েড এর জন্য-ও X-Plore বানিয়েছে। আমি ডাউনলোড লিঙ্ক দিচ্ছি তবে পারলে এই লিঙ্কটি কপি করে অপেরা দিয়ে না ঢুকে সরাসরি ব্রাঊজার দিয়ে ঢুকবেন।
তবে কয়েকদিন ধরে দেখছি google এর অনেক সাইট use করা যাচ্ছে না। এমনকি আমাদের এন্ড্রয়েড এর Play Store এবং Android Market(বর্তমানে যার নাম Play Store) এ ও ওপেন হচ্ছে না। আমি চেষ্টা করছি অন্য কোন লিংক খুঁজে আপনাদের দিয়ে দিবো। হয়তো আপনারা বলতে পারেন আমি আমার ফাইলটি কেন আপলোড করছি না। আসলে আমার বাংলালায়ন এ টাকা ঢুকাতে পারছি না। তাই মোবাইল দিয়ে সব কাজ করছি।
X-Plore ডাউনলোড করুন এখান থেকে ( https://play.google.com/store/apps/details?id=com.lonelycatgames.Xplore&hl=en )
ধন্যবাদ সিসিটি লেখার জন্য…