ফেসবুক কাভার ডাইমেনশান
ফেসবুক গ্রুপ, পেজ, টাইমলাইন ও ইভেন্টে কাভার ফটো বসানোর সিস্টেম রয়েছে। তবে প্রত্যেকটি জায়গায় আলাদা আলাদা রেজুলেশানের কাভার দেখা যায়। আপনি যত হাই কোয়ালিটির ইমেজ বসান না কেন এটা নির্দিষ্ট রেজুলেশানেরই ফটো দেখাবে। আর রেশিও যদি ঠিক না থাকে তাহলে হয়তো দেখা যাবে কাভারের কিছু অংশ কাটা যাচ্ছে।

ফেসবুক গ্রুপ কাভার ফটো:
ফেসবুক গ্রুপ কাভার ফটোর রেজুলেশান হবে 801 x 250 পিক্সেল। আপনি চাইলে রেশিও মেইন্টেইন করে হাই রেজুলেশানের দিতে পারেন। [সোর্স]
ফেসবুক পেজ কাভার ফটো:
ফেজবুক পেজের কাভার ফটোর রেজুলেশান হতে হবে 851 x 315 পিক্সেল। এই রেশিও মেইন্টেইন করে আপনি যদি এর থেকে বড় রেজুলেশানের বা কম রেজুলেশানের ইমেজ আপলোড দিয়ে থাকেন তাহলে সেটা অটো এডজাস্ট হবে তবে পুরো কাভারটাই দেখা যাবে। আর রেশিও মেইন্টেইন না করলে কিছু অংশ কাটা পড়তে পারে। আপনার পেজ দ্রুত লোডের জন্য ১০০ কেবি এর মধ্যে সীমাবদ্ধ রাখুন আপনার পেজ কাভার। আর কাভার রেজুলেশান মিনিমাম 399 x 150 হতে হবে। [সোর্স]
ফেসবুক টাইমলাইন কাভার ফটো:
ফেসবুক পেজ কাভার ফটো আর ফেসবুক টাইমলাইন কাভার ফটোর সেম রেজুলেশান। তবে উভয় ক্ষেত্রে আপনার কাভার ফটোর উইথ মিনিমাম 720 পিক্সেল হতে হবে যদি আপনি ভালভাবে আপনার কাভারটি দেখতে চান।
আরেকটি সহজ পদ্ধতি আছে এগুলো মনে রাখার। সেটি হচ্ছে ব্রাউজারের ইন্সপেক্ট এলিমেন্ট অপনশ। আপনি যেকোন গ্রুপে বা যে কারো কাভারের উপর মাউসের রাইট বাটনে ক্লিক করে Inspect Element এ ক্লিক করলে সেটার ডাইমেনশান দেখতে পারবেন।
ভাইয়া সাথে গ্রুপ কভারের সাইজ ৮০০ বাই ২৫০ এটাও দিয়া দ্যান। :p
ভাইয়া বেশী ইমেজ দিয়া স্পেস কমাইতে চাই নাই। তাই একটা ইমেজ দিয়াই কাজ সারছি। তাও ফিচার্ড ইমেজ এর জন্য ইমেজ লাগে তাই একটা দিলাম। নাইলে ওটাও দেয়ার ইচ্ছা ছিলো না 😉
সব তো লেখাই আছে 😉