বিবিএ এমবিএ এর ইবুক কালেকশান
যদিও বইয়ের কাজ আসলে ইবুকে হয় না। তবুও আমাদের ইবুক অনেক সময় দরকার পড়ে। বই নষ্ট হয় ইবুক নষ্ট হয় না। আর তাই সেটি ডাউনলোড করে রাখলে ভবিষ্যতে কোন টপিক সহজে তো সার্চ দেয়া যাবেই পাশাপাশি মোটা মোটা বই বহন করার হাত থেকেও বাঁচা যাবে। বিবিএ শেষ করেছি। যে যে বই দরকার তার সবই কিনেছি। যদিও ম্যাক্সিমামের পিডিএফ অনলাইনে এভেইলেবল। তবুও বইয়ের আলাদা সুবিধা আছেই। সব পিডিএফ আপলোড দিতে পাড়ছি না কারন আমার পিসি বাদ হয়েছে ছয় মাস হল। কালেকশান সব শেষ। এখন এমবিএ এর প্রয়োজনে যেসব পিডিএফ দরকার সেগুলো আপলোড করব আস্তে আস্তে এই পোস্টে।
মূলত এই পোস্টটি আমার ব্যাচের ফ্রেন্ডদের জন্য করা। তথাপি আপনাদের কাজে আসলেও সেটি জেনে ভাল লাগবে।
Accounting:
- Accounting Principles by Donald E. Kieso, Paul D. Kimmel, Jerry J. Weygandt – Twelfth Edition – Download
- Managerial Accounting by Ray Garrison, Eric Noreen, Peter Brewer – Thirteenth Edition- Download