ল্যাপটপ/নোটবুক নেব। তার আগে কয়েকটি বিষয় জেনে নিতে চাই [Solved]
ল্যাপটপ/নোটবুক নেব। তার আগে কয়েকটি বিষয় জেনে নিতে চাই। আশা করি সবাই একটা ভাল সল্যুশন দেবেন।
- ল্যাপটপ নেব না নোটবুক নেব? ভাল হবে কোনটা?
- একটা ল্যাপটপ/নোটবুক একটানা কত ঘন্টা চালানো যায়? অনেককে বলতে শুনেছি, একটানা ৪/৫ ঘন্টা চালানোই নাকি অনেক রিস্কি! আবার অনেকে বলে, একটানা ২৪ ঘন্টা চালালেও নাকি কোনও সমস্যা নেই! বিষয়টা পুরো কনফিউজ! এ বিষয়টা নিয়ে একটু বিস্তারিত জানতে চাই।
- একটা নিদিষ্ট সময় পর নাকি ব্যাটারি নষ্ট হয়ে যায়। কথাটা কি ঠিক? হলে সেই সময়টা কখন?
- যখন বিদুৎ দিয়ে ল্যাপটপ/নোটবুক চালানো হয় তখন ব্যাটারির উপর কি কোনও চাপ পড়ে? তখন ব্যাটারির ভূমিকা আই মিন ব্যটারি কি তখনো কাজ করে না ডিজেবল থাকে?
- ভাল ব্যটারি চেনার উপায় কি? দাম কত পড়বে?
- ব্যবহৃত ল্যাপটপ/ নোটবুকের সেল কত, ব্যাটারির বব্যাকআপ কতক্ষণ তা বুঝার সহজ উপায় কি?
- ক্যাসিং পাল্টানো যাবে? সবনিম্ন দাম পড়বে কত?
Solution:
- আপনার প্রয়োজনমত। বাইরে দৌড়াদৌড়ি করলেই যে ল্যাপটপ লাগবে এমন কথা নাই। আবার বাসায় থাকলেই ডেস্কটপই কিনতে হবে তাও নয়। আপনার যেটা সুবিধা সেটা বিবেচনা করেন। তবে বিদ্যুতের সমস্যা ভাবলে ল্যাপটপই ভাল। নোটবুকও ল্যাপটপের চেয়ে বেশীক্ষণ চলে। তবে তার ক্ষমতা খুবই কম হয় ল্যাপটপের তুলনায়।
- কোন নির্দিষ্ট নিয়ম নাই। ডিভাইস বানানো হয়েছে যেন সবসময় চালানো যায়। ঔরকম বাধা নিয়ম নাই। আর ডিভাইস চালাতে চালাতে গরম হয়ে গেলে নিজে থেকেই বন্ধ হয়ে যায়। নিয়মিত পরিষ্কার রাখলে সারা মাস টানা চালায়ে রাখেন, কিছু হবেনা।
- সবকিছুরই সাইকেল আছে। ব্যাটারীও একটা সময় পরে চার্জ নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। বাংলাদেশের তাপমাত্রা, বাতাসের আদ্রতা এরকম অনেক কিছুর ওপর নির্ভর করে ১ বছর পর থেকেই সমস্যা হতে পারে। ক্ষেত্র বিশেষে ২-৩ বছর পরও হতে পারে, আবার ৭-৮ মাসও হতে পারে।
- না, তখন ব্যাটারী সম্পূর্ণ অফ থাকে। বছরখানেক আগে হতে যেসব ল্যাপটপ তৈরী হয়েছে, সেগুলোয় ব্যটারী ডিজেবল থাকে। তবে বহুদিন ব্যাটারী ব্যবহার না করলে চার্জ নেওয়ার ক্ষমতা নষ্ট হয়ে যাবে। তাই সবসময় চার্জার দিয়ে চালালেও ব্যটারী নষ্ট হতে পারে।
- দোকানদারের সততার ওপর নির্ভর করছে। দাম তিন হাজার থেকে দশ-বারো হাজার দাম হবে চায়না অথবা আসল এবং ৬/৯ সেল ব্যাটারীর জন্য।
- তেমন উপায় নেই। সবচেয়ে সহজ উপায় হল পিসি চালু করে দেখা, নতুন ব্যটারী হলে ফুল চার্জে ১০০% লেভেল দেখাবে। ঘন্টাখানেক চালিয়ে যদি লেভেল ধীরে অর্থাৎ ৯৫, ৯০ এভাবে কমে তাহলে ব্যটারী ঠিক আছে। নষ্ট ব্যটারী সাধারণত কখনো ১০০% লেভেল দেখায়না এবং কিছুক্ষণ চালানোর পর লেভেল ধুপ করে ২০-৩০% এ নেমে আসে।
- কেসিং ওভাবে বিক্রি হয় না। কেসিং পাওয়া গেলেও দাম শুনে কিনতে মন চাইবেনা। আর ল্যাপটপের কেসিং ভালই শক্ত হয়। আছাড় দিয়ে মারা ছাড়া ভাঙেনা তেমন। তাই আপনাকে একটু যত্ন করে চালাতে হবে। তবে অনেক দোকানে নষ্ট ল্যাপটপের কেসিং থাকতে হবে। আমি আইডিবিতে ডেল এর একটি ল্যাপটপ নিয়ে গিয়েছিলাম। সেটির কেসিং তারা দিতে পারে নাই। আইডিবিতে আমার চোখে এখন পর্যন্ত কোন ল্যাপটপের কেসিং পড়ে নাই। কেনার সময় জিজ্ঞাসা করে নিয়েন কেসিং সম্পর্কে।
Description:
প্রশ্নকারীর রিপ্লাই- “রথমে বলি- আপনি এত সুন্দর আর গুছিয়ে উত্তরগুলো দিয়েছেন যে, এজন্য ধন্যবাদ দিয়ে ছোট করব না! অনেক ভাল লাগল। একটা ধারণা পেলাম।”
[ Group Post ]
ভাই জান আমি অনেক দিন যাবত বিদেশ আসি। কম্পিউটার এর ভাল ধারনা নাই। শুধু কম্পিউটার নেট ব্যবহার করি। এখন আমি ভাল মানের একটা কম্পিউটার কিনতে চাই। যে কম্পিউটার ব্যাটারি ক্ষমতা অনেক সময়, এক সাথে অনেক কাজ করা যাইবে, ডিভিডি পেলেয়ার থাকবে,ইউ এসবি পোড থাকবে, ওয়েব কেমেরা থাকবে, কম্পিউটার বডি থাকবে মজবুত, মানে সব দিক দিয়ে ভাল থাকবে এমুন কম্পিউটার। দাম হিসাবে হইবে বাংলাদেশ টাকার ৪০০০০ হাজার হইতে ৬০০০০ টাকার মাজে, আমাকে কি জানাবেন ভাই কোন মডেল এর কম্পিউটার কিনবো। প্লিজ ভাই আমাকে জানাবেন।
এখানে ক্লিক করে পছন্দ করুন…