Windows 8 এর জন্য Net Speed Monitor [Solved]
কারো কাছে কি WINDOWS 8 Version এর internet speed পরিমাপের software “Net Speed Monitor” আছে ????
Solution:
- এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন Net Speed Monitor – নেট স্পীড মনিটর।
- মাউসের রাইট ক্লিক করে Troubleshoot Compatibility তে ক্লিক করুন।
- Try Recommend Settings এ ক্লিক করুন।
- Test the program বাটনে ক্লিক করুন।
- এবার আপনার সফটওয়্যারটি ইন্সটল করুন।
- ব্যাস কাজ শেষ।
Description:
প্রশ্নকারীকে লিংক দিয়ে ডাউনলোড করে ইন্সটল করতে বলার পর উনি বলেছিলেন-
“operating system not supported লেখা আসে । কিভাবে install করবো ।।”
সমাধানটি উনার কাজে এসেছে এবং তিনি সফটওয়্যারটি ইন্সটল করে ইউস করতে পেরেছেন।
[ Group Post ]