এন্ড্রয়েডের জন্য গেম – TurboFly 3D
হ্যাল্লো বন্ধুরা, কেমন আছো তোমরা?? আশা করি ভালই আছো। আমি কিন্তু আবার সেই Android নিয়ে আসেছি। আমাদের সময় কাটানোর জন্য কত কিছুই না করি। কেও গান শুনে, কেও গেম খেলে। যারা এই সময়টা গেম খেলে কাটান তাদের জন্য সুখবর আছে। সুখবর টি হল আজ আমি আসেছি গেম নিয়ে।

গেমটির নাম হল TurboFly 3D
গেমটি আমিও খেলি। আমারও খুব ভাল লাগে গেম টা।
গেমটি আপনি Accelerometer বা Touch Screen দিয়ে খেলতে পারবেন।
আপনার Score টি OSARIS এর Website এ আপলোড করতে পারবেন।
গেমটির গ্রাফিক্সও কিন্তু চরম সুন্দর।
প্লেন বা স্পেস শীপ টাইপের গেম গুলা মোবাইলে খেলতে ভাল লাগে…
এন্ড্রয়েড মোবাইল নেই বলে খেলতে পারলাম না। তবে গেমের স্ক্রিনশট দেখে গেমটা ভালই মনে হচ্ছে…
আমি আর ভাই এতো খেলি এটার জন্য মোবাইল এ চার্জ এ থাকে না। আর আমি তো পুরো গেম টা শেষ করেছি। গেমটি Uninstal করে আবার ইন্সটাল করে খেলি।
ফুল লেভেল শেষ হলে কি নতুন করে লেভেল শুরু করতে দেয় না?

নাকি এমনেই আপনি রিইনস্টল করেন?
ফুল শেষ হলে সব গুলা লেভেল থেকে বাছাই করে নিজেই খেলা যায়।
তবে টার্গেট নিয়ে খেলতে মজা। তাই রিইনস্টাল করে ফেলি। ফলে সব গুলো লেভেল আবার লক হয়ে যায়। :p
গেমটা অনেক মজার…থ্যাঙ্ক ইউ শেয়ার করার জন্য.
ওয়েলকাম
Thanks for the beautiful game..