দাবা খেলুন আপনার পিসিতে অথবা আপনার বন্ধুর সাথে অনলাইনে
দাবা গেম কালেকশান হতে ডাউনলোড করে নিন আপনার পছন্দের দাবা গেমসটি। আর একটি অনলাইন দাবা গেমেরও ছোট একটি রিভিউ থাকছে। যার মাধ্যমে আপনি আপনার বন্ধুর সাথে ঘরে বসে কম ব্যান্ডউইথ ব্যবহার করে দাবা খেলতে পারবেন।
দাবা খেলাটা অনেক মজার। তবে কেউ যদি কেউ জানে যে কিভাবে খেলতে হয়। আর দাবা খেলাটায় মাথা অনেক খাটাতে হয়। তাই আমার কাছে ম্যাথ করা আর দাবা খেলা দুটাকে একই জিনিস মনে হয় যদিও তেমন পারি না। প্রায় দশ বছর কোন মানুষের সাথে দাবা খেলিনি। এমনি মাঝে মধ্যে গেমস খেলতাম, তবে জেতার হার ছিলো 5%। এইতো এক সপ্তাহ ধরে খেলছি। এই পোস্টটা যখন করছি তখন আমি দীর্ঘবিরতির পর পাঁচ নাম্বার ম্যাচ শেষ করলাম। আজকে সারাদিন ধরে দাবা গেমস খুঁজে খুঁজে ডাউনলোড করলাম। আশা করি গেম গুলো ভাল লাগবে। যার কাছে যেটা সুন্দর লাগে সে সেটাই ডাউনলোড করতে পারেন। আর সব গেম গুলোই ফ্রী গেম। যে গেমটি ডাউনলোড করতে চান সেটির ইমেজের উপর ক্লিক করুন। ব্যাস।
Chess

Gambit Chess

Grand Master Chess 3

Chess Mafia

অনলাইনে দাবা খেলুন আপনার বন্ধুর সাথে – অনলাইন দাবা গেমস

উপরের স্ক্রীনশটটিতে ক্লিক করলেই একটি ওয়েব সাইটে চলে যাবেন। সেখানে গিয়ে ডান পাশ[ খেয়াল করুন তিনটি অপশন পাবেন। দেখলেই বুঝবেন কোনটা কাজ কি, তবুও বলে দিলাম।
Create a game: এটাতে ক্লিক করে অপশন সিলেক্ট করুন। সেখানে আপনি কোন সাইড নিবেন ব্লাক নাকি হোয়াইট। তারপর টাইম কন্ট্রোল হবে কি হবে না ইত্যাদি। সাইড সিলেক্ট করার তিনটা অপশন ব্লাক, হোয়াইট এবং অটো। এই তিনটাই ইয়েস বাটন হিসেবে কাজ করে। যখন আপনি এই তিনটার একটাতে ক্লিক করবেন তখন অটো মেটিক হোমপেজেট List ট্যাবে আপনি এড হয়ে যাবেন। তারপর কেউ যদি আপনার সাথে খেলতে চায় তাহলে আপনার নামে ক্লিক করবে সে তাহলে খেলা শুরু হবে। আর আপনি কারো সাথে খেলেত চাইলে List ট্যাবে হতে যে কাউকে সিলেক্ট করতে পারেন।
Play with a friend: এটাতে ক্লিক করে অপশন সিলেক্ট করুন। অপশন কি কি থাকবে তা একবার বলেই দিলাম। একই অপশন। সাইড সিলেক্ট করা শেষে একটা লিংক পাবেন। লিংকটা আপনার বন্ধুকে দিলে সে ক্লিক করে আপনার সাথে খেলতে পারবে। আপনি আপনার বন্ধুকে লিংক দিয়ে এড করার পর আপনি অন্যদের আপনার খেলা দেখার জন্য সেম লিংক দিতে পারেন। তবে মনে রাখবেন আগে যে লিংকে ক্লিক করবে সেই খেলবে। তাই আগে আপনি যার সাথে খেলতে চান তাকেই দিন। খেলা শুরু হলে অন্যদের দিন।
Play with the machine: এটা নিয়ে আর কি বলবো, এটা পিসিতে দাবা গেম খেলার মতই একটা অপশন। রোবটের সাথে খেলতে চাইলে এই বাটনে ক্লিক করবেন।
অনেক তো খেলবেন দাবা। তবে দক্ষতা বৃদ্ধি করার জন্য দাবার পাজল সলভ করতে পারেন। যদিও মজা পাবেন কিনা বলতে পারি না। কারন পাজল সলভ করাটা বিরক্তিকর, তবুও গেম নিয়ে যেহেতু লিখলাম এটাও দিয়ে দেই। দাবার পাজল সলভ করার জন্য এখানে ক্লিক করুন।
ধন্যবাদ।