সাইবার যুদ্ধ চলছে | নিজের নিরাপত্তা বজায় রাখুন | Be Secured | Online Security
সাইবার যুদ্ধ চলছে। মূল দুই দেশ বাংলাদেশ এবং ভারত। যাই হোক যারা যুদ্ধ করতেছেন তারাতো করতেছেন কিন্তু যারা করতেছেন না তারা কি করবেন?? হ্যাঁ যারা যুদ্ধ করতেছেন তারা যুদ্ধে নামার আগে নিজের সিকিউরিটি ঠিক রেখে তারপরে কাজ করেন। কিন্তু এই যুদ্ধে আপনিও ক্ষতিগ্রস্থ হতে পারেন। তাই নিজের নিরাপত্তা যাতে ঠিক রাখতে পারেন সেজন্য আপনাদের কিছু বিষয় সম্পর্কে জানাব। আশা করি লাভ না হোক অন্তত লস হবে না।

ফেসবুক:
- ফেসবুক হ্যাকিং থেকে বাঁচতে লগইন এপ্রোভাল অন করুন।
- নিজের ইমেইল এড্রেস হাইড করুন।
- যতটা সম্ভব নিজের ইনফো হাইড করুন।
- ফেক আইডি ফ্রেন্ড লিস্ট হতে বাদ দিন।
- মোবাইল নোটিফিকেশন অন রাখতে পারেন।
- অপরিচিত ফ্রেন্ড রিকুয়েস্ট এক্সেপ্ট করবেন না।
- আপনার ক্লোজ ফ্রেন্ডও যদি কোন লিংক দেয় সিউর না হয়ে সেটিতে ক্লিক করবেন না। কারন এমন ও হতে পারে যে সে ইচ্ছা করে দেয় নাই বাট আপনার কাছে এসে গেছে কারন সে হ্যাকড হইছে।
- অনলাইনে সহজে টাকা উপার্জনের লোভ অনেকে দেখাতে পারে। তাই সেসব লিংকে ক্লিক করবেন না।
- আপনার ক্লোজ ফ্রেন্ড ও যদি বললে সে টাকা পাইছে সেইটিও বিশ্বাস করার দরকার নেই। যেমন ধরেন ১০মিনিটে আপনি ৫০০ টাকা কামাই করতে পারবেন না। তাই কেউ বললে সেটি বিশ্বাস করে ভূল করবেন না।
- কোন ভিডিও এর লিংকে ক্লিক করার আগে দেখে নিন সেটি কোন ভিডিও শেয়ারিং সাইটের লিংক কিনা। কারন অনেক সময় আপনাকে সেম জিনিস দেখিয়ে অন্য সাইটে নিয়ে যেতে পারে।
- কোন লিংক যদি ওপেন করতে হয় তাহলে অন্য ব্রাউজার দিয়ে লিংকটি ওপেন করুন।
ইমেইল:
- অপরিচিত ইমেইল ওপেন না করা ভাল। তবে করলেও অপরিচিত লিংকে ক্লিক করবেন না।
- এটাচমেন্ট স্ক্যান করে ওপেন করুন।
- অপরিচিত লোকের পাঠানো নোট প্যাড ফাইল স্ক্যান ছাড়া ওপেন করবেন না।
- যারা আউটলুক বা থান্ডারবার্ডের মত ইমেইল এপ্লিকেশন ইউস করেন তারা ভাল ইন্টারনেট সিকিউরিটি ইউস করবেন। আর যদি ফ্রী করেন তাহলে আমি এভাস্টের কথা বলব কারন এভাস্ট ফ্রী এন্টিভাইরাস এর মধ্যে আউটলুক প্লাগিন আছে। তাছাড়া ইমেইল চেক করে তারপর আপনার পিসিতে নামাবে এভাস্ট।
- জিমেইল ব্যাবহারকারীরা ২স্টেপ ভেরিফিকেশন অন করুন।
- ইয়াহু ব্যাবহারকারীরা সিকিউরিটি সীল অন করুন।
- গুরুত্ব পূর্ণ ইমেইল এড্রেস কাউকে দিবেন না।
- যোগাযোগের জন্য আলাদা ইমেইল এড্রেস ব্যবহার করুন।
ব্রাউজার:
- কোন প্লাগিন ইন্সটল করবেন না।
- পারলে লেটেস্ট ভার্সন ব্রাউজার ইউস করুন।
- মজিলায় পাসওয়ার্ড সেভ করে রাখলে তা মাস্টার পাসওয়ার্ড দিয়ে সংরক্ষিত রাখুন।
- পাসওয়ার্ড টাইপের আগে এড্রেসবারে এড্রেসটি চেক করে নিন।
- না পড়ে কোন পপ আপমেনু বা কোন বাটনে ক্লিক করবেন না।
- এখাধিক ব্রাউজার ইউস করুন। একটি এক্সট্রা ব্রাউজার রাখুন যেটি দিয়ে আপনি অন্যান্য সাইট ভিজিট করবেন। সেইটি দিয়ে কোন সাইটে লগইন করবেন না এবং ফেসবুকের বা ইমেইলের কোন সন্দেহভাজন লিংক ওপেন করতে হলে এক্সট্রা ব্রাউজারটি দিয়ে ওপেন করুন।
পাসওয়ার্ড:
- সব একাউন্টে একই পাসওয়ার্ড দিবেন না।
- পাসওয়ার্ড ডিজিট ১২ এর উপরে রাখুন।
- পাসওয়ার্ড এ কমপক্ষে একটি করে সংখ্যা, চিহ্ন ও অক্ষর রাখবেন।
- এক সাইটের পাসওয়ার্ড অন্য সাইট চাইলে দিবেন না। দিলেও ভুল দিয়ে ট্রাই করুন।
ওয়েবসাইট বা ব্লগ:
- যাদের নিজস্ব ওয়েবসাইট বা ব্লগ আছে তারা তাদের সাইট বা ব্লগের ব্যাকাপ রাখুন।
- যারা সিএমএস ইউস করেন তারা লেটেস্ট ভার্সনে তা আপগ্রেড করেন।
- জুমলা ও ওয়ার্ডপ্রেস এর আগের ভার্সনে অনেক বাগ আছে তাই আপডেট না করলে শেষ।
- প্লাগিন এর লেটেস্ট ভার্সন ইউস করুন।
- সিকিউরিটি প্যাচ থাকলে সেটিও ইউস করুন।
- ওয়েবসাইট ডিফেন্ডার এ একাউন্ট খুলে রাখতে পারেন।
কম্পিউটার:
- পাসওয়ার্ড টাইপের সময় কীবোর্ড ও ভার্চুয়াল কীবোর্ড দুটোই ইউস করুন।
- অনেকে এজন্য বিভিন্ন ব্রাউজার প্লাগিন বা সফট ইউস করতে বললেও আমি না করব। কারন সেটিও আপনার ক্ষতি করতে পারে। যেমন- ফেসবুক আপনার সকল কার্যক্রম লক্ষ্য করে।
- ফায়ারওয়াল অন রাখুন।
- লেটেস্ট আপডেটেড ভার্সন এন্টিভাইরাস বা ফায়ারওয়াল ইউস করুন।
- এন্টিভাইরাস আপডেট করুন প্রতিদিন বা এন্টিভাইরাস অটোআপডেট অন রাখুন।
- নতুন অপরিচিত কোন সফটওয়্যার ইন্সটল করবেন না। করতে হলে আগে গুগলে সার্চ দিয়ে সিটার স্ক্রীনশট দেখে নিন।
- হ্যাকিং সফটওয়্যার থেকে দূরে থাকুন। কারন হ্যাকাররা হ্যাকিং সফট এর লোভ দেখিয়ে আপনাকে হ্যাক করতে পারে।
আরো অনেক কিছু আছে, সবগুলো মাথায় আসতেছে না। যা আসছে জানালাম। আপনি চাইলে আমাদের কম্পিউটার ক্লাব গ্রুপে যোগ দিতে পারেন। কোন কিছু না বুঝলে নিচে কমেন্টে জিজ্ঞাসা করুন অথবা আমাদের গ্রুপে জিজ্ঞাসা করুন।
ধন্যবাদ।