তৈরী করুন আপনার নিজের ব্লগ ওয়ার্ডপ্রেস দিয়ে | টিউটোরিয়াল ২ | ফ্রী হোস্টিং রেজিস্ট্রেশন
আজ আপনাদের ফ্রী হোস্টিং সাইটে কিভাবে রেজিস্ট্রেশন করবেন তা দেখাব। একটি জিনিস মনে রাখবেন। সেটি হল কোন একটা ধাপে গিয়ে যদি দেখেন যে রেজিস্ট্রেশন প্রসেস থেমে গেছে, তাহলে চিন্তা না করে একদিন পরে ট্রাই করবেন। যেমন ধরুন আপনি সাইন আপ করলেন। করার সাথে সাথে কিন্তু একাউন্ট এক্টিভেট হবে না। একদিন সময় লাগতে পারে আবার নাও লাগতে পারে। আমাদের সাথে সাথে হয়ে গিয়েছিল। শুধু সি প্যানেল এক্টিভেট হতে একদিন লাগে।
যাই হোক আসুন দেখে নেই কিভাবে আমরা ফ্রী হোস্টিং সাইট হতে হোস্টিং নিব। তবে তার আগে এক নজরে কিছু সুবিধা দেখিয়ে দেই, আমি যেখান হতে হোস্টিং করব সেটির।
- আপনি পাচ্ছেন আনলিমিটেড ওয়েব স্পেস। তবে প্রথম অবস্থায় ওরা আপনাকে ৫০০মেগাবাইট স্পেস দিবে। তা শেষ হলে আপনি আরো স্পেস পাবেন।
- আনলিমিটেড ব্যান্ড উইথ।
- ইমেইল একাউন্ট তিনটি খুলতে পারবেন।
- এছাড়াও এফটিপি একাউন্ট, মাইএসকিউএল ডাটাবেস, এদন ডোমেইন ও সাবডোমেইন সহ আরো অনেক সুবিধা আছে।
তবে এত জেনে লাভ নেই। শুধু এতটুকুই জানুন সবচেয়ে বেশী সুবিধা এরা আপনাকে দিবে অন্যদের তুলনায়।
ধাপ ১: প্রথমেই এই লিংকে ক্লিক করুন বা www.x10hosting.com
সাইটে যান। সেখান হতে Free Hosting1 মেনুতে ক্লিক করুন বা সরাসরি এই লিংকে গেলেই http://www.x10hosting.com/free-hosting-signup
হবে।

তারপরে নতুন একটি পেজ আসবে। সেখানে Choose your Domain2 ঘরে ডোমেইন নেম দিবেন, এইটা আপনার সাইটের নামের সাথে মিলিয়ে দিতে পারেন, এইটা একাউন্ট খুলার কাজ ছাড়া আর কোন কাজে আমরা ব্যবহার করব না। যেমন আমি দিয়েছি techworld24 আর সাব ডোমেইন যেইটা আছে সেইটাই রেখেছি। আপনি চাইলে সেটি চেঞ্জ করে নিতে পারেন। ওরা আপনাকে তিনটা অপশন দিবে।
Enter your Email Address3 ঘরে আপনার ইমেইল এড্রেস দিন। Set Password4 ঘরে পাসওয়ার্ড দিন।
Challenge Response এর এখানে যেই ওয়ার্ড গুলো দেখা যাবে তা Your Answer5 ঘরে বসিয়ে দিন। আমি happy trails বসিয়েছি কারন সেটি দেখাচ্ছিল।
এবার Sign Up6 বাটনে ক্লিক করি।
ধাপ ২: নিচের চিত্রের মত একটি অংশ দেখা যাবে। সেখানে Confirm Registration এ ক্লিক করতে হবে।

ধাপ ৩: তারপর নিচের চিত্রের মত একটা অংশ দেখাবে। সেখান হতে Continue to Portal বাটনে ক্লিক করতে হবে।

ধাপ ৪: এবার নতুন একটা পেজ ওপেন হবে ধাপ ৫ এর চিত্রের মত। আমরা আমাদের ইমেইল এড্রেসে লগিন করলে নিচের মত একটা মেইল পাব। অনেক সময় ইনবক্সে না থেকে জাঙ্ক বা স্প্যাম ফোল্ডারে মেইলটি পেতে পারেন। আমি জাঙ্ক ফোল্ডারে পেয়েছি। সেখানে আমাদের x10hosting একটা মেইলে আমাদের একাউন্ট কনফার্ম করতে বলবে। সেখানে একটি লিংক পাব1 । সেটিতে ক্লিক করলেই আমাদের রেজিস্ট্রেশন কনফার্ম হয়ে যাবে। তবে আমি অন্যভাবে কনফার্ম করেছি। সেটি হল, Confirmation code2 কপি করে নিয়েছি।

ধাপ ৫: এবার ধাপ ৩ এ Continue to Portal বাটনে ক্লিক করার পরে যেই পেজটি এসেছিল সেটিতে যাই। Enter Code বাটনে ক্লিক করি।

ধাপ ৬: যেই কনফার্মেশন কোডটি কপি করেছিলাম সেটি পেস্ট করি1 । তারপরে Verify2 বাটনে ক্লিক করি।

ধাপ ৭: তারপরে নতুন পেজ আসবে। সেখানে View Terms এ ক্লিক করি।

ধাপ ৮: যে পেজ আসবে সেইটার একেবারে লাস্টে যাই। সেখানে I agree to the Terms বাটোনে ক্লিক করি।

ধাপ ৯: এবার যে পেজ আসবে সেখান হতে কমপ্লিট রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করি।

ধাপ ১০: এবার নিচের চিত্রের মত একটা পেজ আসবে সেখানে Refresh Page নামে একটা বাটন আছে সেটিতে ক্লিক করেন। যদি দেখেন সেম পেজ আসে তাহলে পরে আবার ট্রাই করবেন। কারন অনেক সময় একদিন সময় নেয় রেজিস্ট্রেশোন কমপ্লিট হতে। তাই পরে আপনি আবার লগিন করে চেক করতে পারেন। তবে আমার সময় লাগেনি। সাথে সাথে হয়ে যায়। আর আপনারা কিভাবে লগিন করবেন তা পরের আলোচনায় দেখতে পাবেন।

ধাপ ১১: নতুন একটা পেজ আসবে সেখানে Continue বাটনে ক্লিক করুন।

ধাপ ১২: ব্যাস এইটা কোন ধাপ না 😛 । আপনার কাজ শেষ। ডানে Access cPanel বাটনে ক্লিক করে সি প্যানেলে যেতে পারেন। তবে এইটাও সময় নেবে এক্টিভেট হতে। আমার একদিন লাগে।

ব্যাস এবার লগ আউট করেন। আমাদের কাজ শেষ এই পর্বের। সবাইকে ধন্যবাদ এবং পরবর্তি টিউটোরিয়াল দেখার আমন্ত্রন রইল। সামনে আমার এক্সাম। তারপরেও চেষ্টা করব আপনাদের জন্য নিয়মিত পোস্ট করতে। যদি ভাল লেগে থাকে আমার লেখা বা ভিডিও টিউটোরিয়াল তাহলে জানাবেন কমেন্টের মাধ্যমে।
ভিডিও টিউটোরিয়াল:
Pingback: তৈরী করুন আপনার নিজের ব্লগ ওয়ার্ডপ্রেস দিয়ে | টিউটোরিয়াল ১ | ফ্রী ডোমেইন নেম রেজিস্ট্রেশন | worldmultipleinfo
Pingback: তৈরী করুন আপনার নিজের ব্লগ ওয়ার্ডপ্রেস দিয়ে | টিউটোরিয়াল ১ | ফ্রী ডোমেইন নেম রেজিস্ট্রেশন | worldmultipleinfo