তৈরী করুন আপনার নিজের ব্লগ ওয়ার্ডপ্রেস দিয়ে | টিউটোরিয়াল ৩ | সিপ্যানেলে লগিন, ওয়ার্ডপ্রেস স্ক্রিপ্ট ডাউনলোড, ওয়ার্ডপ্রেস স্ক্রিপ্ট আপলোড, এডন ডোমেইন এড করা, মাই এস কিউ এল ডাটাবেস তৈরি – ইউজার নেম এড – কানেক্ট
এক্সাম শেষ হলো কালকে। পুরাই ফালতু এক্সাম দিলাম। যাই হোক এক্সাম নিয়ে ভাবছি না। ভাবছি রেজাল্ট নিয়ে। এক্সামের ডেট পিছাতে পিছাতে, এক মাস ধরে এক্সাম চলল। তাই এই পোস্টটি করতে পারলাম না বলে দুঃখিত। আসুন দেখে নেই কি কি শিখব আজকে আমরা। সিপ্যানেলে লগিন, ওয়ার্ডপ্রেস স্ক্রিপ্ট ডাউনলোড, ওয়ার্ডপ্রেস স্ক্রিপ্ট আপলোড, এডন ডোমেইন এড করা, মাই এস কিউ এল ডাটাবেস তৈরি – ইউজার নেম এড – কানেক্ট এগুলো আজ আমরা শিখবো।
সি প্যানেলে লগিন:
ধরে নিলাম আপনার সি প্যানেল এক্টিভ হয়ে গেছে। এখন প্রথমে www.x10hosting.com এই সাইটে যাই। সেখান হতে উপরে ডান কোণায় Account Portal মেনুতে ক্লিক করি বা সরাসরি এই লিংকে ভিজিট করি www.x10hosting.com/portal/ এইবার সেখানে ইমেইল আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগিন করি। এক্সটেন হোস্টিং এ একাউন্ট খুলার সময় যেই পাসওয়ার্ড দিয়েছিলাম সেটি এখানে ইউস করব আর সেই একই ইমেইল এড্রেস এইখানে ইমেইল/ইউজার নেম বক্সে দিয়ে Sign in to your account বাটনে ক্লিক করবো। তাহলে একটি পেজ আসবে। সেখানে কয়েক সেকেন্ড পর রিডাইরেক্ট হয়ে অন্য একটি পেজ আসবে। সেই পেজের ডানে Access cPanel নামে নীল রঙের বাটনে ক্লিক করি। আগের পোস্টে এই বাটনের স্ক্রীন শট পাবেন। ব্যাস লগিন হয়ে গেল সি প্যানেলে। অনেক সময় মজিলা বলতে পারে এটি আনট্রাস্টেড পেজ, কিন্তু আসল কথা হল সার্ভারটা লোটাস তাই এইরকম বলতে পারে সেক্ষেত্রে পেজটি ট্রাস্টেড করে নিন, মজিলা নোটিফিকেশোনের সাথে সাথে ট্রাস্টেদ করার অপশন ও দিবে বা গুগল ক্রোম দিয়ে ট্রাই করুন। পরবর্তীতে আপনি আরো সহজ ভাবে কিভাবে সিপ্যানেলে লগিন করতে পারবেন সেটি বলে দিবো মনে থাকলে।

এবার Don’t show me this again1 চেক বক্সটি চেক করে দেন। তারপরে No, I’m fine. Thanks!2 বাটনে ক্লিক করেন।
ওয়ার্ডপ্রেস স্ক্রিপ্ট ডাউনলোড:
ওয়ার্ডপ্রেস ডাউনলোড করার জন্য প্রথমেই www.wordpress.org সাইটে যান। তারপরে ডাউনলোড বাটনে ক্লিক করুন।

তারপরে আরেকটি পেজ আসবে সেখানেও আবার ডাউনলোড বাটনে ক্লিক করুন।

ব্যাস ডাউনলোড হওয়া শুরু করবে। ডাউনলোড করুন।
ওয়ার্ডপ্রেস স্ক্রিপ্ট আপলোড:
সি প্যানেল লগিন করার পর যেই পেজটি এসেছিল সেই পেজে আপনি File Manager মেনুতে ক্লিক করুন।

এইবার ফাইল ম্যানেজার পেজের আপলোড বাটনে ক্লিক করুন।

এবার আপলোড পেজের Browse বাটনে ক্লিক করুন। তারপরে ওয়ার্ডপ্রেস এর যেই জিপ ফাইলটি ডাউনলোড করেছিলেন সেটি সিলেক্ট করে Open বাটনে ক্লিক করুন। তাহলেই আপলোড হওয়া শুরু হবে। আপনাকে কিছুক্ষন অপেক্ষা করতে হবে। এটি আপনার নেটের আপলোড স্পীডের উপর নির্ভর করে। আপনি আপনার আপলোড পেজের নিচে ডান পাশে দেখতে পারবেন কতটুকু আপলোড হয়েছে।

আপলোড শেষ হলে আপলোড পেজের নিচে ডান কোণায় নিচের ছবির মত দেখতে পারবেন, যেখানে আপনার আপলোড কমপ্লিট হয়েছে বলে জানানো হবে।

এবার আপনার আপলোড পেজের মাঝে একটা লিংক পাবেন সেটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে ফাইল ম্যানেজারের পেজে নিয়ে যাবে।

এবার ওয়ার্ডপ্রেস এর আপলোড করা ফাইলটির1 উপর মাউসের রাইট বাটন ক্লিক করুন। কোথায় ক্লিক করবেন তা বক্স করে দেখিয়ে দেয়া হয়েছে। এবার Extract2 বাটনে ক্লিক করুন।

এবার Extract File(s) বাটনে ক্লিক করুন।

তাহলে জিপ ফাইলটি এক্সট্রাক হয়ে যাবে। তখন একটি Extraction Result পেজ দেখা যাবে (পপ আপ) সেখানে ক্লোজ বাটোনে ক্লিক করবেন।
এখন ফাইল ম্যানেজারে আপনি wordpress নামে একটি ফোল্ডার পাবেন। সেটিকে আপনার ইচ্ছা অনুযায়ী রিনেম করুন। সে জন্য wordpress ফোল্ডারটি সিলেক্ট করে Rename বাটনে ক্লিক করুন।

তারপরে Rename নামে একটা পেজ/উইন্ডো (পপআপ) আসবে সেখানে নতুন নামটি লিখে Rename File বাটনে ক্লিক করুন। আমি এখানে techworld24 দিলাম।

এবার চাইলে আপনার আপলোড করা ওয়ার্ডপ্রেস এর জিপ ফাইলটি রিমুভ করতে পারেন।
এডন ডোমেইন এড করা:
আবার সি প্যানেলের হোম পেজে যাই। সেখান হতে Addon Domains বাটনে ক্লিক করি।

এবার যে পেজ আসবে সেখানে কিছু ইনফো এড করতে হবে। আসুন দেখে নেই কি কি দিতে হবে।
প্রথমেই দিতে হবে New Domain Name, এখানে আমি ডট টিকে তে যেই ডোমেইন নেম তৈরি করেছিলাম সেটি দিবো। যেমন: techworld24.tk ।
এবার সাব Subdomain/FTP user name ঘরে অটো একটা ইউসার নেম চলে আসবে। সেইটা চেঞ্জ করার প্রয়োজন নেই। না আসলে আপনি নিজের ইচ্ছা অনুযায়ী একটা দিয়ে দিতে পারেন।
তারপরে Document Root, এখানেও অটোমেটিক কিছু চলে আসবে। এখানে public_html/ এই অংশটা ঠিক থাকবে আর বাকিটা চেঞ্জ করতে হবে। আমার ওয়ার্ডপ্রেস ফাইল গুলো যেই ফোল্ডারে থাকবে সেই ফোল্ডারের নাম দিতে হবে। যদি কোন ফোল্ডারের ভিতরে ফাইলগুলো না থাকে তাহলে public_html/ এতোটুকু রেখে বাকিটুকু মুছে দিতে হবে। আমি যেহেতে techworld24 ফোল্ডারের ভিতরে রেখেছি সেহেতু এখানে আমি public_html/ এর পরে techworld24 লেখাটুকু এড করে দিবো। তাহলে যেই লেখাটি দাঁড়ালো সেটি হল- public_html/techworld24 ।
এবার পাসওয়ার্ড যেকোন একটি দেই দুইটি পাসওয়ার্ড এর বক্সে। দুটো বক্সেই সেম পাসওয়ার্ড দিতে হবে। এবার Add Domain বাটনে ক্লিক করি।

তারপরে যে পেজ আসবে সেখানে কনফার্মেশন মেসেজ দেখাবে। সেখানের Go Back বাটনে ক্লিক করি।

ডাটাবেস:
এখন আমরা ডাটাবেস তৈরী করবো, তারপরে ডাটাবেস ইউজার তৈরী করবো। তারপরে ডাটাবেসের সাথে ইউজার কানেক্ট করবো।
ডাটাবেস তৈরী:
সি প্যানেলের হোম পেজ হতে MySQL® Database আইকনে ক্লিক করবো।

তারপরে যে পেজ আসবে সেখানে Create New Database এর New Database ফিল্ডে ডাটাবেসের নাম লিখবো। এখানে একটা বিষয় লক্ষ্য রাখা জরুরী সেটা হল আপনার ডাটাবেসের নামের একটি অংশ আগে থেকে দেয়া থাকবে সেটি আপনি চেঞ্জ করতে পারবেন না। আর বাকী অংশটা আপনার প্রয়োজন মত দিবেন। এখানে আমার আগে থেকে techwo4_ এইটা দেয়া আছে আগে হতে। এখন আমি ডাটাবেসের নাম দিবো tech । আপনি আপনার ইচ্ছা মত একটি দিতে পারেন। তাহলে ডাটা বেসের পুরো নামটি হবে techwo4_tech । এখন এই নামটিই আমরা ওয়ার্ডপ্রেস ইন্সটলের সময় ব্যবহার করবো। তারপরে Create Database বাটনে ক্লিক করবো।

তারপরে কনফার্মেশন পেজ আসলে সেখান হতে Go Back বাটনে ক্লিক করুন। ব্যাস ডাটাবেস তৈরি শেষ। এখন Go Back বাটনে ক্লিক করার পর যেই পেজটি আসবে সেই পেজ হতে আমরা ডাটাবেস ইউজার তৈরী করবো এবং দুটোকে কানেক্ট করবো।

ডাটাবেস ইউজার তৈরী:
এখন স্ক্রল করে নিচে নামি। তারপরে Username ঘরে ইউজার নেম দেই। এখানেও দেখবেন ইউজার নেমের একটি অংশ দেয়া আছে আরেকটি অংশ আপনাকে দিতে হবে। আমি দিলাম world24 । তাহলে আমার ইউজার নেমটি দাঁড়ালো techwo4_world24 । এবার পাসওয়ার্ড বক্সে পাসওয়ার্ড টাইপ করি। Create User বাটনে ক্লিক করি।

একই ভাবে কনফার্মেশন পেজ আসলে Go Back বাটনে ক্লিক করি তাহলে আবার আগের পেজে ফিরে যেতে পারবো।
কানেক্ট:
এবার Add User To Database এর User অংশে যেই ইউজার নেম বানালাম সেটি সিলেক্ট করে দেই। আর Database ঘরে যেই ডাটাবেস বানালাম সেটি সিলেক্ট করে দেই। আপনি যদি এর আগে কোন ইউজার এবং ডাটাবেস তৈরী না করে থাকেন তাহলে ডিফল্ট ভাবে দুটিই সিলেক্ট করা থাকবে। এবার Add বাটনে ক্লিক করুন।

এবার নতুন যে পেজ আসবে সেখানে ALL PRIVILEGES এর বামের চেক বক্সটি চেক করে দেই তাহলে নিচের সকল চেক বক্স অটো চেক হয়ে যাবে। তারপরে Make Changes বাটনে ক্লিক করেন।

এবারও আগের মত কনফার্মেশন পেজ আসলে Go Back বাটনে ক্লিক করুন।
বিঃদ্রঃ আপনি ডাটাবেস আর এডন ডোমেইনের এখানে যেকোন পাসওয়ার্ড দিতে পারেন সেটা আপনার ইচ্ছা।
ব্যাস কাজ শেষ এই পর্বের। আগামী পর্বে দেখাবো ওয়ার্ডপ্রেস এর ইন্সটলেশন পদ্ধতি।
ও আরেকটি দুঃসংবাদ। না তেমন কিছু না। টিউটোরিয়াল বানানোর জন্য যেই সাইট খুলেছিলাম তা শুধু ইন্সটল করে ফেলে রেখেছিলাম। কোন কিছু লেখি নাই। ভিজিট ও করি নাই। যে কারনে সেটা বন্ধ করে দিসে। চাইলে আবার খুলা যাবে ওদেরকে বললে আবার খুলে দিবে। কিন্তু এত কষ্ট করার টাইম নাই। তাছাড়া ওয়ার্ডপ্রেস ইন্সটলের পুরো ভিডিও টিউটোরিয়ালটি করা আছে। তাই পোস্ট করতে সমস্যা হবে না। আর যে সব জিনিস বাকি আছে সেগুলো অন্য জায়গা হতেও শিখানো যাবে। কোন প্রকার সমস্যা হবে না 🙂
এই মাত্র এই পোস্টটি পাবলিশ করতে গিয়ে দেখলাম আমার লেখা চুরি করেছে একজন। অনেক কষ্ট পেলাম মনে। আমার লেখা যারা কপি মারছে তাদের পিং লিংক আমার পোস্টের নিচে আছে দিয়ে দেখে আসতে পারেন। আমার এই ধারাবাহিক টিউটোরিয়ালের আগের পর্বের কমেন্টে পাবেন।