প্লাগিন ছাড়াই দুই কলামে দেখান আর্কাইভ উইজেট
আর্কাইভ উইজেট যদিও ওয়ার্ডপ্রেস রেখেছে। এর বিভিন্ন কাজ থাকলেও কমিউনিটি ব্লগে এটার তেমন ব্যবহার দেখা যায় না। ব্যক্তিগত ব্লগে এটার প্রয়োজনীয়তা অনেক বেশী। কারন আপনি কোন বছর কি করেছেন তা যদি আপনার ব্লগে দেখতে চান তাহলে এটা কাজটা অনেকটা সহজ করে দেয়। কারন ব্যক্তিগত ব্লগ অনেকটা ভার্চুয়াল ডায়েরির মত। তবে কম্পিউটার ক্লাব বিডি এর মত ব্লগে এধরনের উইজেট কোন কাজে আসে না বললেই চলে। কারন এই ব্লগে মানুষ আসবে কিছু শিখতে বা শিখাতে এখানে সাল কোন ফ্যাক্টর না। যাই হোক একটু আগে একটা পোস্ট করেছিলাম প্লাগিন ছাড়াই দুই কলামে দেখান ক্যাটাগরী উইজেট শিরোনামে। তো থিম এডিট করতে গিয়ে চিন্তা করলাম আর্কাইভটাকেও দুই কলাম করে ফেলি। অনেকক্ষণ চেষ্টা করলাম। বাট পেরে উঠছিলাম না। আগের পোস্টে যখন সিএসএস কোড বসিয়েছিলাম সেটা আর এটার তেমন পার্থক্য থাকার কথা না। তবুও মিলাতে পারছিলাম না। গুগলেও পাচ্ছিলাম না। কিন্তু হঠাৎ করে খেয়াল করলাম li ট্যাগ আগেই সিএসএস এ এড করা আছে। যেটার কারনে আমার এটা কাজ করছে না। তখন !important দিয়ে জোর করলাম ! তখন ঠিকই কাজ করেছে। !important টাকেই অনেকেই চিনেন। আমার কাছে এটা অনেক ভাল লাগে কারন এটা দিয়ে ফোর্স করা যায়।

যাই হোক আর্কাইভ উইজেটকে দুই কলামে দেখাতে চাইলে প্রথমে আপনি আপনার ওয়ার্ডপ্রেস থিমের style.css ফাইলটি এডিটের জন্য ওপেন করুন। এডিট করার জন্য বেস্ট টুল হচ্ছে notepad++ আপনি চাইলে আপনার ওয়েবেও সরাসরি এডিটের জন্য ওপেন করতে পারেন। তারপর ফাইলটির একেবারে শেষেই নিচের কোডটুকু বসিয়ে দিন। ব্যাস।
/* wordpress-two-column-archive-widget-no-plugin by www.computerclubbd.com */ .widget_archive ul { min-height:300px; } .widget_archive li { float:Left !important ; width:155px !important; }
আপনি চাইলে কোডটুকু এডিট করতে পারেন। অনেক থিমে এডজাস্টে সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনি ভেল্যু বাড়িয়ে কমিয়ে দেখুন কাজ হবেই। যদি এডজাস্ট করতে সমস্যা হয় তাহলে নিচে কমেন্টে লিখুন। আমি এডজাস্ট করে দিবো।
ধন্যবাদ।