তৈরী করুন আপনার নিজের ব্লগ ওয়ার্ডপ্রেস দিয়ে | টিউটোরিয়াল ০ | ভূমিকা
যারা ইন্টারনেট জগতে বিচরণ করেন তাদের সকলেরই একটি আশা থাকে নিজের একটি ওয়েবসাইট বা ব্লগ থাকবে। ওয়েবসাইট আর ব্লগ নিয়ে অনেকের ভিন্ন ভিন্ন মতবাদ থাকে। আমি আপনাদের সাথে বইয়ের ভাষায় কোন কথা বলব না। তাই ওয়েবসাইট আর ব্লগের সংজ্ঞা দেয়ার কোন প্রয়োজন নেই। ব্লগ বলতে সাধারণত সবাই যা বুঝে সেইটা হল, যেখানে সবাই লেখা পোস্ট করে সেটিই ব্লগ। আমি ব্লগকে কখনও বলি ব্লগ কখনও ব্লগ সাইট। ব্লগের কন্টেন্ট প্রতিনিয়ত বৃদ্ধি পায়। এর বেশী জানারও দরকার নেই। তবে আরো জানতে চাইলে ব্লগের জন্য এখানে আর ওয়েবসাইটের জন্য এখানে ক্লিক করুন।

ব্লগ বা ওয়েব সাইট বানানোর জন্য বিভিন্ন সাইট আছে যেগুলোতে রেজিস্ট্রেশন করেই ব্লগিং শুরু করা যায়। তবে সেগুলোতে সীমাবদ্ধতা রয়েছে অনেক। তাই যাতে আপনাদের কোন সীমাবদ্ধতা না থাকে তেমনি একটি ব্লগ বানিয়ে দেখাব।
ব্লগ বানাতে হলে আপনার একটি ডোমেইন নেম ও হোস্টিং থাকতে হবে। ডোমেইন নেম হল আপনার সাইটের ওয়েব এড্রেস। শুধু এতটুকু জানলেই হবে ডোমেইন নেম হচ্ছে ওয়েব ইউআরএল যেমন www.computerclubbd.tk । আর হোস্টিং হল যেখানে আপনার সাইটের ফাইল গুলো থাকবে।
ব্লগ বানানোর জন্য অনেক স্ক্রিপ্ট রয়েছে। তার মধ্যে জনপ্রিয় একটি স্ক্রিপ্ট হল ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস স্ক্রিপ্টটি আপনার হোস্টিং সাইটে ইন্সটল করতে হবে। তাহলে আপনি ব্লগিং এর পরিবেশ পাবেন।
তো ধাপে ধাপে আপনাদের দেখাবো কিভাবে একটি ব্লগ ওয়ার্ডপ্রেস দিয়ে খুলতে পারবেন এবং সেটি কিভাবে পরিচালনা করবেন সেগুলোও দেখানোর চেষ্টা করব। এই টিউটোরিয়াল গুলো বিভিন্ন ধাপে ভাগ করা। প্রত্যেকটির সাথে ভিডিও টিউটোরিয়ালও যুক্ত করা হয়েছে। যাতে আপনি সহজেই বুঝতে পারেন এবং লেখা পড়ে না বুঝলে ভিডিও টিউটোরিয়ালের সাহায্য নিতে পারেন। আপনি চাইলে শূধু ভিডিও বা শুধু পোস্ট পড়েই আপনি সকল কাজ করতে পারবেন। আপনাদের সুবিধার্থে দুটোই একসাথে দেয়া হলো।
পুরো চেইন টিউটোরিয়ালে অনেক সহজে বুঝানোর চেষ্টা করা হয়েছে। কোন কিছু না বুঝলে কমেন্ট করবেন পোস্টের নিচে।
সবাইকে ধন্যবাদ। সাথেই থাকুন আর শিখুন ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগ তৈরী করা।
Pingback: তৈরী করুন আপনার নিজের ব্লগ ওয়ার্ডপ্রেস দিয়ে | টিউটোরিয়াল ১ | ফ্রী ডোমেইন নেম রেজিস্ট্রেশন | worldmultipleinfo
Pingback: তৈরী করুন আপনার নিজের ব্লগ ওয়ার্ডপ্রেস দিয়ে | টিউটোরিয়াল ১ | ফ্রী ডোমেইন নেম রেজিস্ট্রেশন | worldmultipleinfo