ওয়ার্ডপ্রেস থিমের ফুটার এডিট করুন | fthemes এর থিমের ফুটার এডিটের ভিডিও টিউটোরিয়াল
ফ্রী থিমস ডাউনলোড করার সাইটগুলোর কালেকশান নিয়ে এর আগে একটি পোস্ট করেছিলাম। সেখানে একটি ওয়েব সাইট ছিলো fthemes। এই সাইটের মত সেম ফাংশনাল থিম প্রোভাইড করে এমন অনেক সাইট আছে যেগুলোর ফুটার এডিট নিয়ে অনেকে সমস্যার সম্মুখীন হন। ফুটার এডিট করলে থিম কাজ করে না।
আসলে এই সকল থিমের ফুটার এডিট করা একেবারেই সহজ। তাই আজ ভিডিও টিউটোরিয়ালটি বানিয়ে ফেললাম। শিরোনাম দিয়েছি ‘How to edit fthemes theme footer’। যদিও আমি fthemes এর কথা বলেছি ভিডিও টিউটোরিয়ালে ও এই পোস্টের শিরো নামে। তবে এটা ভাবার কারন নেই যে fthemes ছাড়া অন্য সাইটের থিম গুলোতে কাজ করবে না এগুলো। আসলে একেক থিমের কোডিং স্টাইল একেক রকম। তবে আপনি যদি এই ভিডিও টিউটোরিয়ালটি ফলে করেন তাহলে fthemes ছাড়া আরো অনেক থিমের ফুটার এডিট করতে পারবেন। থিম ডিজবল হবেই না।
ভিডিও টিউটোরিয়াল:
এই পোস্টের আরো শিরোনাম:
ওয়ার্ডপ্রেস থিমের ফুটার এডিট করুন
fthemes এর থিমের ফুটার এডিটের ভিডিও টিউটোরিয়াল
ফুটার এডিট করুন
ডিজেবল করা ছাড়াই থিমের ফুটার চেঞ্জ করুন
এফথিমস এর ওয়ার্ডপ্রেস থিমের ফুটার এডিট করুন
নিজেই এডিট করুন ওয়ার্ডপ্রেস থিমের ফুটার
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। অনেকদিন ধরে চেষ্টা করছিলাম। অবশেষে আপনার টিউটোরিয়ালটি দেখে করতে পেরেছি।
কাজে এসেছে শুনে ভাল লাগলো। ধন্যবাদ 🙂