উইন্ডোজ এক্সপ্লোরার দিয়ে চালান আপনার এফটিপি একাউন্ট এবং ট্রাবলশ্যুটিং
এই টিউটোরিয়ালটি কয়েকটি টিউটোরিয়ালের সমন্বয়ে তৈরি। বার বার লেখা ঝামেলাদায়ক বিধায় একটাতেই সব আলোচনা করার চেষ্টা করলাম। আসুন এই পোস্টের কিছু টাইটেল দেখে নেই আগে-
- উইন্ডোজ এক্সপ্লোরার দিয়ে চালান এফটিপি একাউন্ট
- কোন সফটওয়্যার ছাড়াই চালান এফটিপি একাউন্ট
- উইন্ডোজ এক্সপ্লোরারে এফটিপি একাউন্ট চালাতে পারছি না
- উইন্ডোজ এক্সপ্লোরারে এফটিপি ইউআরএল দিলে এরর দেখায়
- উইন্ডোজ এক্সপ্লোরারের এফটিপি ট্রাবলশ্যুটিং
নিচের ইমেজটিতে খেয়াল করুন। NUB FTP নামে একটি আইকন আছে। আমি আগেই একটি এফটিপি একাউন্ট কানেক্ট করে রাখলেও নতুন করে আবার আরেকটি একাউন্ট এড করে দেখাচ্ছি। এজন্য My Computer ওপেন করুন। এবং খালি যায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করুন। তারপর Add a network location এ ক্লিক করুন। (নিচের স্ক্রীনশটটি দেখুন)।

এবার Welcome to the Add Network Location Wizard উইন্ডো আসলে সেখান হতে Next বাটনে ক্লিক করুন।

এবার Where do you want to create this network location? এখান হতে Choose a custom network location সিলেক্ট করে Next বাটনে ক্লিক করুন।

Specify the location of your website এর নিচে Internet or network address: ফিল্ডে আপনার FTP ইউআরএলটি দিন। যেমন: ftp://yoursite.com/ । তারপরে নেক্সট বাটনে ক্লিক করুন।
একটি কথা এখানে বলে রাখা ভাল আপনি চাইলে এখানে আপনার সাইটের এফটিপি পাসওয়ার্ড ও ইউজার নেম এই ইউআরএলটির সাথে দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার কাছে পরবর্তীতে পাসওয়ার্ড চাওয়া হবে না। আপনার পিসি যদি শুধু আপনিই চালান তাহলেই এমনটি করবেন। তা না হলে পরে যে কেউ আপনার ক্ষতি করতে পারে। সেক্ষেত্রে আপনার ইউআরএলটি হবে এরকম- ftp://FTP_USER_NAME:[email protected]_SITE.com/ । আপনি চাইলে এই ইউআরএলটি আপনার যেকোন ফোল্ডারের (Windows Explorer) এড্রেস বারে লিখেও কাজ করতে পারবেন। তারপরে নেক্সট বাটনে ক্লিক করলেই সরাসরি Finish বাটন পাবেন। সেটিতে ক্লিক করলেই কাজ শেষ। তবে আমি একটু বিস্তারিত ভাবে আলোচনার সুবিধার্তে পুরো প্রসেসটা দেখাচ্ছি।

এবার Specify a User Name and Password if Required – এ Log on anonymously হতে টিক চিহ্ন সরিয়ে দিন। তারপর ইউজার নেম ফিল্ডে এফটিপি ইউজার নেম দিন। তারপরে নেক্সট বাটনে ক্লিক করুন।

এবার What do you want to name this location? –এ Type a name for this network location ফিল্ডে একটা নাম দিন আপনার ইচ্ছা মত। আমি দিলাম FTP NUB তারপরে নেক্সট বাটনে ক্লিক করুন।

এবার Finish বাটনে ক্লিক করুন। আর চেক বক্সটি Open this network location when I click Finish টিতে টিক চিহ্ন রেখে দিবেন।

এবার আপনার কাছে পাসওয়ার্ড চাইবে, এফটিপির। যেহেতু আমরা আগে পাসওয়ার্ড দেই নি। তো পাসওয়ার্ড ইউজার নেম দেই, আর পাসওয়ার্ডটি সেভ করে রাখতে চাইলে Save password অপশনটি চেক করে দেই। তারপর Log On বাটনে ক্লিক করি।

ব্যাস কাজ শেষ। দেখুন আপনার সার্ভারের সকল ফাইল দেখা যাবে যেমনটি আমার দেখা যাচ্ছে। আপনি এখানে যেকোন কিছু পেস্ট করলে তা সার্ভারে পেস্ট হবে। মানে নরমাল এফটিপি ক্লায়েন্ট এর মতই এটি। (যেমন- ফাইলজিলা)

এবার আপনি মাই কম্পিউটার ওপেন করলেই সবার শেষে একটা আইকন পাবেন। নাম যেটি আপনি আগে দিলেছিলেন Network Connection Name এর ঘরে।

এবার এটিতে ডাবল ক্লিক করে ওপেন করুন 🙂
কেমন লাগলো? আশা করি ভাল লেগেছে।
এবার আসুন ট্রাবলশ্যুটিংয়ে। অনেকের পিসিতে আপনার এরর দেখাতে পারে Network Location এ লোকেশান দেয়ার পরে। তো তাদের জন্য করনীয় কাজ দুটি।
কাজ ১: Control Panel > Network and Internet > Internet Option অথবা Control Panel > Internet Option এ যান।
সেখান হতে Advance ট্যাবে ক্লিক করুন।
এবার Browsing এর আন্ডারে Enable FTP folder view (outside of Internet Explorer) এবং Use Passive FTP (for firewall and DSL modem compatibility) এদুটো চেক বক্স চেক করে দিয়ে ওকে বাটনে ক্লিক করুন।
কাজ ২: প্রথম কাজটি করার ফলে যদি কোন লাভ না হয় তাহলে এই কাজটি করুন।
প্রথমেই নোটপ্যাড এ নিচের কোডটুকু পেস্ট করুন-
Windows Registry Editor Version 5.00 [HKEY_CLASSES_ROOT\ftp] @="URL:File Transfer Protocol" "AppUserModelID"="Microsoft.InternetExplorer.Default" "EditFlags"=dword:00000002 "FriendlyTypeName"="@C:\\Windows\\System32\\ieframe.dll,-905" "ShellFolder"="{63da6ec0-2e98-11cf-8d82-444553540000}" "Source Filter"="{E436EBB6-524F-11CE-9F53-0020AF0BA770}" "URL Protocol"=""
ফাইলনেম দিন ftp.reg তারপর Save as type হতে All files সিলেক্ট করুন। তারপর সেভ করুন। তৈরি হয়ে গেল ftp.reg নামক একটি রেজিস্ট্রি ফাইল। এবার এটিতে ডাবল ক্লিক করুন। তারপর কয়েকটা মেসেজ দেখাবে। সেখানে হা বোধক বাটনে ক্লিক করুন। যেমন- yes, ok merge etc.
ব্যাস এখন আর সমস্যা হবে না।
দ্বিতীয় কাজটি করার আগে অবশ্যই আপনার রেজিস্ট্রি ফাইলগুলোর ব্যাকআপ রেখে নিবেন এজন্য Windows Key + R প্রেস করে regedit লিখে এন্টার দিন। File > Export এ ক্লিক করে এক্সপোর্ট করে নিন।