ফ্রী এসএমএস পাঠান ইন্টারনেট থেকে যেকোন দেশের মোবাইলে, Send Free SMS to any country Net to Mobile
অনেক সাইটে গেলে অনেক লিংক পাবেন ফ্রী এসএমএস পাঠানোর। আমি আপনাদের এতোগুলো দিয়ে বিরক্ত করতে চাইনা। আমি শুধু আপনাদের একটি সাইটের লিংক দিচ্ছি সেখানে যান। এবং ফ্রী এসএমএস পাঠান। কিভাবে পাঠাবেন সেটা আমি বলে দিচ্ছি। প্রথমে আপনি আমার দেয়া লিংকে ক্লিক করে ঐ সাইটে যাবেন। সেখান হতে যে দেশে পাঠাতে চান সেদেশ সিলেক্ট করবেন। তারপরে যে সব বিষয় সবাই ভুল করে সেটিই শুধু বলে দিচ্ছি। From : এই ফিল্ডে নাম্বার দিবেন দেশের কোড সহ। এইখানে নাম্বার মেইন না। নাম্বারের ফরমেটটা মেইন। এখানে যে নাম্বার দিবেন সেটা কেউ দেখবে না। তবে নাবারে শুরুতে + না দিয়ে ০০ দিবেন। আর কান্ট্রি ফিল্ড তো সিলেক্ট করলেনই আগে না করলে করে নিন। To: এই ফিল্ডে যার কাছে পাঠাবেন তার নাম্বারে পাঠাবেন। এক্ষেত্রে খেয়াল করলে দেখবেন পাশেই কান্টি কোড দেয়া আছে, যেমন বাংলাদেশের জন্য +880 আপনি বাকি নাম্বারটুকু খালি টাইপ করে দিবেন। এইবার মেসেজ লিখে সেন্ড বাটনে ক্লিক করেন ব্যাস কাজ শেষ।

আশা করি অনেক ভাল লেগেছে আমার এই লেখাটা আপনাদের। যদি তাই হয় তাহলে কমেন্ট করে জানান।
ame koakte sms pathanor por akhon r pathate parchena khale varefication cood chai cood delao kaj hoi na ame akhon ke korte pare?
অন্য ব্রাউজার দিয়ে ট্রাই করুন। কাজ না হলে আইপি হাইডার সফটওয়্যার ইউস করুন।
তারপরেও কাজ না হলে আমাদের ফেসবুক গ্রুপে জিজ্ঞাসা করতে পারেন। তাহলে আপনি আরো দ্রুত আপনার সমস্যার সমাধান করতে পারবেন বলে আশা করি।
কম্পিউটার ক্লাব বিডি ফেসবুক গ্রুপ
ধন্যবাদ।