মাইক্রোসফট ম্যাথমেটিকস্ ডাউনলোড
এবার ম্যাথ টিউটর রেখে দিন আপনার পিসির মধ্যেই। কারন মাইক্রোসফট ম্যাথমেটিকস দিচ্ছে আপনার ম্যাথমেটিক্স সমস্যার সমাধান। ক্যালকুলাস, পরিসংখ্যান, বীজগনিত, ত্রিকোণমিতি সহ বিভিন্ন ধরনের ম্যাথের সমাধান করতে পারবেন মাত্র এই একটা টুল দিয়েই।
ডেমো হিসেবে আমি একটি ম্যাথ সলভ করে স্ক্রীণশট দিয়ে দিয়েছি। এটি ইউজ করা অনেক সহজ। আশাকরি কয়েকদিন ঘাটাঘাটি করলেই পুরোটা আয়ত্ব করে ফেলতে পারবেন।

আর শুধু সফটওয়্যারই নয়, সাথে আপনাকে দিচ্ছি মাইক্রোসফট ম্যাথমেটিক্স টিচার গাইড। এটিও আপনাদের কাজে আসবে।
ডাউনলোড লিংকে ক্লিক করলেই ডাউনলোড পেজ আসবে। সেখান হতে আপনি ডাউনলোড বাটনে ক্লিক করে 64 / 32 যে কোন বিটের জন্য ডাউনলোড করতে পারবেন।
আগে জানতাম না যে এরকম কোন সফটওয়্যার আছে। আশা করি এটা সবার কাজেই আসবে বিভিন্ন গানিতিক সমস্যার সমাধানের জন্য।