ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি ২০১৩ | ৩০২ দিনের লাইসেন্স
এন্টিভাইরাস বা ইন্টারনেট সিকিউরিটি কেন ইউস করেন? আপনারা কেন ইউস করেন সেটা আপনারাই ভাল বলতে পারবেন তবে আমি ইউস করি একটু ভিন্ন কারনে। সবার পিসিতে একরকম এন্টিভাইরাস বা ইন্টারনেট সিকিউরিটি হলে ভাব নেয়া যায় না। তাই ব্যতিক্রম থাকলে আলাদা একটা ভাব আছে। অনেকদিন যাবৎ এভাস্ট ফ্রী এন্টিভাইরাস ইউস করে আসছিলাম। কয়েকদিন আগে এভাস্ট ইন্টারনেট সিকিউরিটি নিয়ে একটি পোস্ট ও লিখি। এভাস্ট ফ্রী এন্টিভাইরাসটা আমার কাছে দেখতে আর ভাল লাগছিলো না। এক জিনিস কতদিন দেখা যায়। তাই ইন্টারনেট সিকিউরিটিতে আপগ্রেড করি। তাও একমাস পর ভাল লাগে না। তাই চিন্তা করলাম অনেক দিন ক্যাসপারস্কি চালাই না। সবুজ একটা ইন্টারফেস দেখতে ভালই লাগে। তাই সেটাপ দিলাম আর আপনাদের সাথে শেয়ারও করলাম।
আমার মতে এক নাম্বার সিকিউরিটি হলো ক্যাসপারস্কি। কিন্তু এটি কিনে ইউস করতে হয় বিধায় সবাইকে এভাস্ট ফ্রী এন্টিভাইরাস সাজেস্ট করতাম। কিন্তু আমার মত অনেকেই আছেন যারা একটু ডিফারেন্ট জিনিস চান বা সবারই নিজস্ব একটা ধারণা থাকে যে, কোন এন্টিভাইরাসটা বা ইন্টারনেট সিকিউরিটিটা ভালো। তাই সবার কথা চিন্তা করে ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটিটা শেয়ার করলাম।

একটিভেশান ২০১৩:
- প্রথমে ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি এর ট্রায়াল ভার্সন ইন্সটল করে নিন।
- ইন্টারনেট কানেকশান ডিসকানেক্ট করুন।
- ডানে নিচে Licensing লেবেলে ক্লিক করুন।
- একটি ট্রায়াল ভার্সনের কী দেখাবে সবার প্রথমে। সেটার ডানের ক্রস বাটনে ক্লিক করে কী টা রিমুভ করে দিন।
- তারপর আবার Licensing লেবেলে ক্লিক করে একটিভেট করুন। একটিভেট করার জন্য সিরিয়াল কী চাইবে। সেটি আমি দিয়ে দিয়েছি টেক্সট ফাইলে যার শুরুটা 2222 দিয়ে। সেই সিরিয়াল কী টি দিয়ে একটিভেট করতে গেলে এরর দেখাবে এবং কী ফাইল ব্রাউজ করতে বলবে।
- কী ফাইল ব্রাউজ করে দিন ব্যাস নেক্সট বাটন > ফিনিশ বাটনে ক্লিক করুন।
- এবার নেট কানেক্ট করে আপডেট করে নিন ভাইরাস ডেফিনিশান।
অটো আপডেট সেটিংস:
- আপডেট সপ্তাহে একবার করুন। এজন্য রেগুলার অটো আপডেট অপশনটি অফ করে দিন ও নতুন সেটিংস সেট করুন।
- Settings > Application Update Settings > Run Mode এ যান।
- সেখান হতে by Schedule রেডিও বাটনটিতে ক্লিক করুন।
- Frequency দিন Every week ।
- Run on days এ সপ্তাহের যেদিন আপডেট করতে চান সেটি দিন।
- Run Time এ আপডেটের টাইম দিন।
- ব্যাস ওকে বাটনে ক্লিক করে করে বের হয়ে আসুন।
- আপনি চাইলে ম্যানুয়াললিও আপডেট করতে পারেন।
ডাউনলোড লিংক:
ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি ২০১৩
কী ফাইল (সাইজ ৫ কেবি – ১০টি কী – ২০১০ হতে ২০১৩ ভার্সন পর্যন্ত)
কী ফাইল – KIS KAV – (আপডেট: ০৬/০৬/২০১৩)
Zip Pass: www.computerclubbd.com
অন্যান্য ভার্সন গুলোর কী ফাইল কিভাবে ইউস করবেন তা কী ফাইলের সাথে টেক্সট ফাইলের ভিতরে দেয়া হয়েছে। সেটি ফলো করুন।
কোন সমস্যা হলে নিচে ব্লগের কমেন্ট সিস্টেম ইউস করে জানাবেন।
omg……. ৩ বছরের জন্য আমি নিরাপদ…. tnx a lot