আপনার ওয়েবসাইটে আইপি এড্রেস দেখান
অনেক সময় আমাদের নিজের আইপি এড্রেস জানার দরকার হয়। তখন আমরা কি করি? বেশীর ভান ইন্টারনেট ইউজার গুগলে সার্চ দিয়ে থাকেন whats my ip বা ip 2 location লিখে। কিন্তু আপনি চাইলে আপনার সাইটেই এমন একটি সিস্টেম বসাতে পারেন। তাহলে আপনার সাইটে আসলেই ভিজিটররা নিজের আইপি এড্রেস দেখতে পাবে। ফলে আপনার ভিজিটরদের আর সার্চ দেয়া লাগবে না।

এজন্য নিচের কোড টুকু আপনার ওয়েব সাইটের পিএইচপি ফাইলে ইউজ করুন। আপনি যেখানে দেখাতে চান শুধু সেখানে পেস্ট করলেই হবে। আর ফাইলটি অবশ্যই পিএইচপি এক্সটেনশনের হতে হবে। যারা ওয়ার্ডপ্রেস, জুমলা বা অন্যান্য সিএমএস ইউস করেন তারা চাইলে আপনাদের থিমের ফুটার ফাইলেই কোডটুকু বসাতে পারেন।
<?php echo "<br /><center><b>Your ip is </b>". $_SERVER['REMOTE_ADDR']; "</center>" ?>
ব্যাস এখন আপনার সাইটটি ভিজিট করে দেখুন আপনার আইপি এড্রেস দেখাবে।